এ মন কোথায় বারণ শোনে, উজান গাঙে যায় চোখের পাতাও কারণ বোনে, তাহার পানে চায় একূল হারায় ওকূল হারায় কীসের ইশারায় জীবন ভাসে সে মান্দাসে নোঙর তোলার জোয়ার আসে জীবন ভাসে প্রেমদরিয়ায় এ মন কোথায় বারণ শোনে, উজান গাঙে যায় চোখের পাতাও কারণ বোনে, তাহার পানে চায় একূল হারায় ওকূল হারায় কীসের ইশারায় জীবন ভাসে সে মান্দাসে নোঙর তোলার জোয়ার আসে জীবন ভাসে প্রেমদরিয়ায় ♪ সে কোন ছলের আড়াল নিলো, কোথায় কতদূর হাওয়ার ডাকে চিঠি আসে বাতাসি বন্ধুর যতই তাকে তফাতে রাখি, কাছেই থাকে রোজ নানান দোষের সাজায় হবে বিরহ মঞ্জুর সে যে রাখালি বাঁশিতে ডেকেছে আসিতে দূরের কোনো গাঁয় জীবন ভাসে সে মান্দাসে নোঙর তোলার জোয়ার আসে জীবন ভাসে প্রেমদরিয়ায় ♪ আধেক দেখার আশায় তাকে আধেক ছেড়েই দিই আধেক পাবার নেশায় আমার সকল গেল কি? এটুক কথায় ওটুক কথায় আকর ধরে নাও সে আকরের সুজন লেখা তাকেই পাঠাচ্ছি সে যে কিছুটি মানে না, পিছুটি টানে না ডাকে কিনারায় জীবন ভাসে সে মান্দাসে নোঙর তোলার জোয়ার আসে জীবন ভাসে প্রেমদরিয়ায় এ মন কোথায় বারণ শোনে, উজান গাঙে যায় চোখের পাতাও কারণ বোনে, তাহার পানে চায় একূল হারায় ওকূল হারায় কীসের ইশারায় জীবন ভাসে সে মান্দাসে নোঙর তোলার জোয়ার আসে জীবন ভাসে প্রেমদরিয়ায় জীবন ভাসে প্রেমদরিয়ায় জীবন ভাসে প্রেমদরিয়ায়