Kishore Kumar Hits

Raghab Chattopadhyay - Bulbuli Nirab Nargish Bone şarkı sözleri

Sanatçı: Raghab Chattopadhyay

albüm: Ebaar Nazrul


বুলবুলি নীরব নার্গিস বনে
ঝরা বন গোলাপের বিলাপ শোনে
বুলবুলি নীরব নার্গিস বনে
ঝরা বন গোলাপের বিলাপ শোনে
বুলবুলি নীরব নার্গিস বনে

শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধি পাশে
শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধি পাশে
তরুণ ইরান কবি কাঁদে নিরজনে
ঝরা বন গোলাপের বিলাপ শোনে
বুলবুলি নীরব নার্গিস বনে

উদাসীন আকাশ থির হয়ে আছে
জল ভরা মেঘ লয়ে বুকের কাছে
উদাসীন আকাশ থির হয়ে আছে
জল ভরা মেঘ লয়ে বুকের কাছে
সাকির শরাবের পিয়ালার 'পরে
সকরুণ অশ্রুর বেলফুল ঝরে
সাকির শরাবের পিয়ালার 'পরে
সকরুণ অশ্রুর বেলফুল ঝরে
চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন আননে
ঝরা বন গোলাপের বিলাপ শোনে
বুলবুলি নীরব নার্গিস বনে
ঝরা বন গোলাপের বিলাপ শোনে
বুলবুলি নীরব নার্গিস বনে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar