Kishore Kumar Hits

Raghab Chattopadhyay - Shaono Raate Jodi şarkı sözleri

Sanatçı: Raghab Chattopadhyay

albüm: Ebaar Nazrul


This lyrics has been Edited by
Tarun Saha Prince
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
ভুলিও স্মৃতি মম
নিশীথ স্বপ্ন মম
আঁচলের গাঁথা মালা
ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
ঝড়িবে পূবালী বাঁয়
গহন দূর বনে
রহিবে চাহি তুমি
একেলা বাতায়নে
ঝড়িবে পূবালী বাঁয়
গহন দূর বনে
রহিবে চাহি তুমি
একেলা বাতায়নে
বিরহী কুহু কেকা
গাহিবে নিপ শাখে
যমুনা নদী পাড়ে
শুনিবে কে যেন ডাকে
বিজলী দীপ শিখা
খুজিবে তোমায় প্রিয়া
দুহাতে ঢেকো আঁখি
যদিগো জলে ভরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি।।।

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar