Raghab Chattopadhyay - Chand Surjer Chasma şarkı sözleri
Sanatçı:
Raghab Chattopadhyay
albüm: Bari Fherar Tara
ক'দিন হলো আকাশটা যে
কম দেখছে চোখে
মেঘ বলে যায়, "ভালোই হলো
কেঁদে মরুক শোকে"
ও, ক'দিন হলো আকাশটা যে
কম দেখছে চোখে
মেঘ বলে যায়, "ভালোই হলো
কেঁদে মরুক শোকে"
আকাশ বলে, "সময় এলে
দেখে নেবো তোকে
চাঁদ-সূর্যের চশমা এনে
ঠিকই দেবো চোখে"
ও, ক'দিন হলো আকাশটা যে
(আকাশটা যে)
♪
মেঘ হেসে দেয় আকাশ দেখে
"চোখে দেবো ছানি
যতই তুমি চশমা পরো
দেখবে না তো জানি"
♪
ও, মেঘ হেসে দেয় আকাশ দেখে
"চোখে দেবো ছানি
যতই তুমি চশমা পরো
দেখবে না তো জানি"
"তোমার অসুখ তাই তো সবাই
গেছে পরলোকে
চাঁদ-সূর্যের চশমা এনে
কে দেবে আজ চোখে"
ও, ক'দিন হলো আকাশটা যে
কম দেখছে চোখে (কম দেখছে চোখে)
মেঘ বলে যায়, "ভালোই হলো
কেঁদে মরুক শোকে"
আকাশ বলে, "সময় এলে
দেখে নেবো তোকে
চাঁদ-সূর্যের চশমা এনে
ঠিকই দেবো চোখে"
ও, ক'দিন হলো আকাশটা যে
♪
আকাশ বলে, "তোর জন্যে
থাকবে বাড়ি ভাড়া
ঠাঁই না দিলে কোথায় যাবি
কোথায় মেঘের পাড়া?"
(কোথায় মেঘের পাড়া?)
আকাশ বলে, "তোর জন্যে
থাকবে বাড়ি ভাড়া
ঠাঁই না দিলে কোথায় যাবি
কোথায় মেঘের পাড়া?"
"সময় আসুক, এবার আমি
দেখেই নেবো তোকে
চাঁদ-সূর্যের চশমা এনে
ঠিকই দেবো চোখে"
ও, ক'দিন হলো আকাশটা যে
কম দেখছে চোখে
মেঘ বলে যায়, "ভালোই হলো
কেঁদে মরুক শোকে"
আকাশ বলে, "সময় এলে
দেখে নেবো তোকে
চাঁদ-সূর্যের চশমা এনে
ঠিকই দেবো চোখে"
ও, ক'দিন হলো আকাশটা যে
ক'দিন হলো আকাশটা যে (আকাশটা যে)
ক'দিন হলো আকাশটা যে (আকাশটা যে)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri