Raghab Chattopadhyay - Bristi Tapur Tupur şarkı sözleri
Sanatçı:
Raghab Chattopadhyay
albüm: Bristi Tapur Tupur
বৃষ্টি টাপুর টুপুর ঝরে পড়ছে
মেঘলা দিনে আজ মন ভিজে গেছে
বৃষ্টি টাপুর টুপুর ঝরে পড়ছে
মেঘলা দিনে আজ মন ভিজে গেছে
উড়ে এসে দমকা বাতাস রোদকে দিয়ে গেল ফাঁকি
টিপটিপ টিপটিপ বৃষ্টি টুপটাপ ঝরে পড়ছে
বৃষ্টি টাপুর টুপুর ঝরে পড়ছে
♪
মেঘলা দিন আজ সারাটা দুপুর
কালো ছায়া ঘিরে আছে নদীর দু'কূল
ও, মেঘলা দিন আজ সারাটা দুপুর
কালো ছায়া ঘিরে আছে নদীর দু'কূল
রংতুলি আঁকা ঐ ক্যানভাসে
জলছবি উঁকি মারে ভেজা স্লেটে
কাগজের নৌকায় ভাসিয়ে দিলাম
মনের গোপন কথা, হৃদয়ের ব্যথা
টিপটিপ টিপটিপ বৃষ্টি টুপটাপ ঝরে পড়ছে
বৃষ্টি টাপুর টুপুর ঝরে পড়ছে
♪
তামসী বর্ষায় একলা ঘরে
কাটে না প্রহর গুনে শীতল শরীরে
ও, তামসী বর্ষায় একলা ঘরে
কাটে না প্রহর গুনে শীতল শরীরে
বৃষ্টির জলকে ছুঁতে চায় মন
ভিজতে চায় এই বেহায়া মন
ভিজে যাওয়া আয়নায় চেনা যায় না
মুখোশের আড়ালে ঢাকা বৃষ্টির ফোঁটা
টিপটিপ টিপটিপ বৃষ্টি টুপটাপ ঝরে পড়ছে
বৃষ্টি টাপুর টুপুর ঝরে পড়ছে
মেঘলা দিনে আজ মন ভিজে গেছে
উড়ে এসে দমকা বাতাস রোদকে দিয়ে গেল ফাঁকি
টিপটিপ টিপটিপ বৃষ্টি টুপটাপ ঝরে পড়ছে
টিপটিপ টিপটিপ বৃষ্টি টুপটাপ ঝরে পড়ছে
টিপটিপ টিপটিপ বৃষ্টি টুপটাপ ঝরে পড়ছে
বৃষ্টি টাপুর টুপুর ঝরে পড়ছে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri