ফিরিয়া এসো, এসো, এসো হে ফিরে
বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা
ফিরিয়া এসো, এসো, এসো হে ফিরে
বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা
হায় গগনে মনে আজ মেঘের ভিড়
হায় গগনে মনে আজ মেঘের ভিড়
যায় নয়ন-জলে মুছে কাজল-লেখা
বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা
ফিরিয়া এসো, এসো, এসো হে ফিরে
♪
ললাটে কর হানি' কাঁদিছে আকাশ
শ্বসিছে শন-শন হুতাস বাতাস
ললাটে কর হানি' কাঁদিছে আকাশ
শ্বসিছে শন-শন হুতাস বাতাস
তোমারি মত ঝড় হানিছে দ্বারে কর
খোঁজে বিজলি তোমারি পথ-রেখা
খোঁজে বিজলি তোমারি পথ-রেখা
এ ঘোর বাদলে নারি থাকিতে একা
ফিরিয়া এসো, এসো, এসো হে ফিরে
♪
মেঘেরে সুধাই যবে তুমি কোথায়
কোথায়, তুমি কোথায়, কোথায়
মেঘেরে সুধাই যবে তুমি কোথায়
কাঁদন আমার বাতাসে ডুবে যায়!
ঝড়ের নূপুর পরি' রাঙা পায়
মোর শ্যামল-সুন্দর দাও দেখা
মোর শ্যামল-সুন্দর দাও দেখা
বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা
হায় গগনে মনে আজ মেঘের ভিড়
হায় গগনে মনে আজ মেঘের ভিড়
যায় নয়ন-জলে মুছে কাজল-লেখা
বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা
ফিরিয়া এসো, এসো, এসো হে ফিরে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri