Kishore Kumar Hits

Sukumar Mitra - O Ke Udashi şarkı sözleri

Sanatçı: Sukumar Mitra

albüm: Raag Bichitra


ও কে উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ডাকে করুণ সুরে, "আয়, আয়"
করুণ সুরে, "আয়, আয়"
উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়

ও সে বাঁধনহারা বাহির বিলাসী
বাঁধনহারা বাহির বিলাসী

বাঁধনহারা বাহির বিলাসী
গৃহীরে করে সে পরবাসী
সে রস যমুনায় উজান বহায়
সে রস যমুনায় উজান বহায়
রস যমুনায় উজান বহায়
মম মনের ব্রজে ও সে কিশোর রাখাল
যেন বাজায় বাঁশি শুনি অনাদিকাল
মম মনের ব্রজে ও সে কিশোর রাখাল
যেন বাজায় বাঁশি শুনি অনাদিকাল
তার সরল বাঁশির তার তরল তাল
তার সরল বাঁশির তার তরল তাল
অন্তরে গরল-সুধা মেশায়
অন্তরে গরল-সুধা মেশায়
অন্তরে গরল-সুধা মেশায়
উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ডাকে করুণ সুরে, "আয়, আয়"
উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়
ও কে উদাসী বেণু বাজায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar