এ কোন মধুর শরাব দিলে
আল-আরাবী সাকি
এ কোন মধুর শরাব দিলে
আল-আরাবী সাকি
নেশায় হলাম দিওয়ানা যে
নেশায় হলাম দিওয়ানা যে
রঙিন হল আঁখি
এ কোন মধুর শরাব দিলে
আল-আরাবী সাকি
♪
তৌহিদের শিরাজী নিয়ে
ডাকলে সবায়, "যা রে পিয়ে"
তৌহিদের শিরাজী নিয়ে
ডাকলে সবায়, "যা রে পিয়ে"
নিখিল জগৎ ছুটে এলো
রইল না কেউ বাকি
নিখিল জগৎ ছুটে এলো
রইল না কেউ বাকি
এ কোন মধুর শরাব দিলে
আল-আরাবী সাকি
♪
বসলো তোমার মহফিল
দূর মক্কা মদিনাতে
বসলো তোমার মহফিল
দূর মক্কা মদিনাতে
আল-কোরানের গাইলে গজল
আল-কোরানের গাইলে গজল
শবে কদর রাতে
নরনারী বাদশা ফকির
তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজরানা দিল
রাঙা পায়ে রাখি
যা ছিল নজরানা দিল
রাঙা পায়ে রাখি
নেশায় হলাম দিওয়ানা যে
রঙিন হল আঁখি
এ কোন মধুর শরাব দিলে
আল-আরাবী সাকি
এ কোন মধুর শরাব দিলে
আল-আরাবী সাকি
এ কোন মধুর শরাব দিলে
আল-আরাবী সাকি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri