দুরাশা, শ্যামা মা গো
কেন দিতেছ অন্তরে?
মিছে মায়ায় ভুলায়ে, মা
ফেলবে বুঝি আবার ফেড়ে!
দুরাশা, শ্যামা মা গো
কেন দিতেছ অন্তরে?
মিছে মায়ায় ভুলায়ে, মা
ফেলবে বুঝি আবার ফেড়ে!
দুরাশা, শ্যামা মা গো
♪
তুমি, তারা যা করিবে
ভবেতে মা, তাই হবে
তুমি, তারা যা করিবে
ভবেতে মা তাই হবে
তুমি জগৎ-ঈশ্বরী, মা
তুমি জগৎ-ঈশ্বরী, মা
তুমি জগৎ-ঈশ্বরী, মা
তুমি জগৎ-ঈশ্বরী, মা
তুমি জগৎ-ঈশ্বরী, মা
তোমার কৃপায় পাই তোমারে
দুরাশা, শ্যামা মা গো
কেন দিতেছ অন্তরে?
মিছে মায়ায় ভুলায়ে, মা
ফেলবে বুঝি আবার ফেড়ে!
দুরাশা, শ্যামা মা গো
♪
তুমি যারে না দাও দেখা
সে কি পায়, মা, তোমার দেখা?
তুমি যারে, মা, না দাও দেখা
সে কি পায়, মা, তোমার দেখা?
কৃপা করি এ নাথেরে
কৃপা করি এ নাথেরে
রাখিবে, মা, ডুবসাগরে
দুরাশা, শ্যামা মা গো?
কেন দিতেছ অন্তরে
মিছে মায়ায় ভুলায়ে, মা
ফেলবে বুঝি আবার ফেড়ে!
দুরাশা, শ্যামা মা গো
Поcмотреть все песни артиста