Prithibi - Satidaho şarkı sözleri
Sanatçı:
Prithibi
albüm: Prithibi
চেনামুখ অচেনা হৃদয়ে
মুখোশের আড়ালে গল্প শোনায়
সেই মেয়ে, যার খেলার সঙ্গী পুতুল
সে কাঁদে আজ অভিমানে ফুলশয্যায়
কোনো জীর্ণ শরীরের লালসার শিকার তুমি
সব শেষ হয়ে গেল রূপকথার কাহিনী
তুমি কাঁদছো কেন, নারী, তোমার এই অপূর্ণতায়?
তুমি দণ্ডিত আজ সমাজের বোঝাপড়ায়
তুমি চলেছ আজ কোথায় নববধূর বেশে শ্মশানযাত্রায়
তোমার সিঁথির সিঁদুর মুছে গেছে, আজ তুমি জ্বলবে চিতায়
এ কেমন সমাজ আমার, বাঁচতে দিল না নিষ্পাপ ফুল তোমায়!
তুমি বেঁচে ওঠো, নারী, সতীদাহে নয় রূপকথায়
♪
গান ছিল, আর প্রাণ ছিল
আর খেলা ছিল তোমার এ ছোট্ট সংসারে
ব্যথা ছিল, কত কথা ছিল
অপূর্ণ আকাঙ্ক্ষার অভিসারে
কত স্বপ্ন নিয়ে তুমি বুনেছিলে এ বাঁধন
ভেঙে গেল সব কিছু, হলো তোমার বিসর্জন
আজও জ্বলছে তোমার শরীর কেরোসিনের প্রবাহে
তোমার স্বপ্নগুলো পুড়ছে দাউ দাউ এই নরকের খোঁয়াড়ে
তুমি চলেছ আজ কোথায় নববধূর বেশে শ্মশানযাত্রায়
তোমার সিঁথির সিঁদুর মুছে গেছে, আজ তুমি জ্বলবে চিতায়
এ কেমন সমাজ আমার, বাঁচতে দিল না নিষ্পাপ ফুল তোমায়
তুমি বেঁচে ওঠো, নারী, সতীদাহে নয় রূপকথায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri