Kishore Kumar Hits

Prithibi - Pagol şarkı sözleri

Sanatçı: Prithibi

albüm: Prithibi


পাগল
পাগল

ঘুরছে মাথা, বাড়ছে উত্তাপ
শিরায়-শিরায় শিহরণ
শরীরে আবার কী ভীষণ virus
অহেতুক প্রলাপের উচ্চারণ
অপলক দৃষ্টি, হবে অনাসৃষ্টি
বিনে পয়সায় চলছে শীর্ষাসন
কুচুটে স্বভাব, সাফাইয়ের অভাব
গাওয়ালিতে বাওয়াল দিচ্ছে hormone
মস্তিস্কের মস্তানিতেই খচরামি
বাঁধছে regular গণ্ডগোল
উকুনের এজলাসে আমার শেষবিচার
প্রমাণিত আজ আমি পাগল
দেখো ছুটছে পাগল, হাসছে পাগল, গাইছে আবার গান
হরিমোহন, তুমি কাঁদছ কেন? ভুলে যাও সব অভিমান
হে বন্ধু, আবার এক হয়েছি এই বিকৃত জলসায়
ফাঁদ পেতেছি আরেক বন্ধুর অপেক্ষায়

অসময়ের গান, ছুঁতে চাওয়া আসমান
তবু বন্ধ ঘরেই চলছে নির্বাসন
কাঁদছে পাগল, হাসছেও পাগল
পিচুটি চোখের আত্মবিশ্লেষণ
জোটের দাওয়াই, হাসছে হাওয়াই
গণতন্ত্রের নেই কোনো প্রয়োজন
শরীরের ক্ষত অনশনে রত
পেটে খিদে তবু বেঁচে থাকা চাই
মগজের কারখানা lock lock lockout-এ
ধারে নেওয়া বুদ্ধির কাবাব roll
নীলরঙা ছবি, মৈথুনেও ভরসা পাচ্ছি না
শুনে রাখো, আমি বলছি, আমি পাগল
তবু জিতবে পাগল, লড়বেও পাগল, চলবে অভিযান
কুকুরের দল, ছিনিয়ে নাও যতই তবু থামবে না আমার গান
হে বন্ধু, কেন কান পেতেছ ঐ বিকৃত জলসায়?
এসো দুনিয়ার তামাম পাগল, এক হও

তবু জিতবে পাগল, লড়বে পাগল, চলবে অভিযান
কুকুরের দল, ছিনিয়ে নাও যতই তবু থামবে না আমার গান
হে বন্ধু, কেন কান পেতেছ ঐ বিকৃত জলসায়?
এসো দুনিয়ার তামাম পাগল, এক হও
তবু জিতবে পাগল, লড়বে পাগল, চলবে অভিযান
কুকুরের দল, ছিনিয়ে নাও যতই তবু থামবে না আমার গান
হে বন্ধু, কেন কান পেতেছ ঐ বিকৃত জলসায়?
এসো দুনিয়ার তামাম পাগল, এক হও
(ওরে পাগল, ওরে পাগল)
(ওরে পাগল, ওরে পাগল)
(ওরে পাগল, ওরে পাগল)
(ওরে পাগল, ওরে পাগল)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar