উমম্ ঝরাপাতার বুক চিরে তুমি, দেখেছো কি হৃদয় জুড়ে? জমে আছে কতো যন্ত্রণা, আমার সুজন ও ও ও কি বিষাক্ত সে ক্ষণ ছিল সেদিন তুমি ছিলে হৃদয় জুড়ে আমার শুধু তুমি শুধু, আমার সমণ সেদিনও বুঝিনি, তুমি নও আমার আপন মিথ্যে অভিনয়ে ভাঙলে, আমার এ মন সেদিনও বুঝিনি, তুমি নও আমার আপন মিথ্যে অভিনয়ে ভাঙলে, আমার এ মন তুমিও বলনা করলে কেন ছলনা? ভাঙলে হৃদয় ভালোবাসার অভিনয়ে সব মিথ্যে পারবে কি ভালোবাসায়? বাঁধতে বুক, এই আশায় ফিরিয়ে দিতে আমার সেদিন গুলো? আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার ♪ তুমি এসেছিলে আমার, স্বপ্নের রানী হয়ে ভালোবেসেছিলাম আমি, অন্তর উজাড় করে পায়ে-পায়ে পথচলা ছিল, ছিল স্বপ্ন দেখা বলেছিলে তুমি আমায়, নেই ভয় নেই থেমে থাকার সেদিনও বুঝিনি, তুমি নও আমার আপন মিথ্যে অভিনয়ে ভাঙলে, আমার এ মন সেদিনও বুঝিনি, তুমি নও আমার আপন মিথ্যে অভিনয়ে ভাঙলে, আমার এ মন তুমিও বলনা করলে কেন ছলনা? ভাঙলে হৃদয় ভালোবাসার অভিনয়ে সব মিথ্যে পারবে কি ভালোবাসায়? বাঁধতে বুক, এই আশায় ফিরিয়ে দিতে আমার সেদিন গুলো? আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার ♪ আজ রাতে আমি একাকী জেগে, জেগে নেই শুধু ভালোবাসা প্রেম দিলো শুধু একাকীত্ব, পড়ে রইলো মিথ্যে আশা ভালো থেকো সুখে থেকো তুমি, দূরে অন্য হৃদয়ে ভেবোনা ওগো সেই হৃদয় তুমি, মাটির হৃদয় ভেবে সেদিনও বুঝিনি, তুমি নও আমার আপন মিথ্যে অভিনয়ে ভাঙলে, আমার এ মন সেদিনও বুঝিনি, তুমি নও আমার আপন মিথ্যে অভিনয়ে ভাঙলে, আমার এ মন তুমিও বলনা করলে কেন ছলনা? ভাঙলে হৃদয় ভালোবাসার অভিনয়ে সব মিথ্যে পারবে কি ভালোবাসায়? বাঁধতে বুক, এই আশায় ফিরিয়ে দিতে আমার সেদিন গুলো? আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার