Kishore Kumar Hits

Prithibi - Panch Ekk-ke Tin şarkı sözleri

Sanatçı: Prithibi

albüm: Chapter, Vol. 2


যাচ্ছে ছুটে highway পাল্লা দিচ্ছে আমাদের গাড়ি
Programme ঠিক রাত দশটাই পৌঁছতে হবে তাড়াতাড়ি
স্যামি ভীষণ টেনশনে
তবলা বলল it's all right man
বুবির এখন অন্য ট্র্যাপ
গ্রিপে রাখা যাচ্ছে না প্যান্ত কে
ঠিক এই সময়ে কোনো মেয়ে অর্ধস্নাত শরীর ছুঁয়ে
বলল ঘুম থেকে জাগো এবার এটা স্বপ্ন ছিল তোমার
কে জানত স্বপ্নটা সত্যি হবে এবার
ঠিক এইভাবে কেটে যায় দিনটা
Sex, Drugs আর rock and roll-এ
ঠিক এইভাবে বেঁচে থাকি আমরা
যতই বল নষ্ট ছেলে
যে যাই বলছে না মানি না কিছুই
আমরা শুধু আমাদেরই ক্রীতদাস
বন্ধু বান্ধবী হ্যাঙ্গআউট পৌষমাস
শুধু হিংসুটেদের সর্বনাশ

এখনো মাঝে মাঝে কনসার্টে অপ্রিয় সত্যি কথা বলি
তবলা বলে মাথা ঠাণ্ডা রাখো আছে যা করার সেটাই করি
প্যান্ত আনে অক্সিজেন যখন আমরা কাঁদি
স্যামি দাশও fashioning খুবই বড়ই অভিমানি
আসলে চারিদিকে মিথ্যেবাদী বেচছে নিজেকে সংবাদ পত্রে
বাকি রেখেছে নিজেদের মা কে সবশেষে বেচবে বলে
শুধু আমরাই পারিনি বেচারাম গায়ক হতে...
ঠিক এইভাবে কেটে যায় প্রতিদিন
প্রতিবাদ আর ঘেন্না করে
আর কি বাই করতে পারি
যদি সব শালা মিথ্যে বলে
আজ থাক না ওসবে আর কাজ নেই
গান গাই তো ওসব ভুলে
যেন বাচতে হবে আমাদের
একসাথেই rock and roll-এ
লালা লা লালালালা...

ঠিক এইভাবে কেটে যায় দিনটা
Sex, Drugs আর rock and roll-এ (rock and roll)
ঠিক এইভাবে বেঁচে থাকি আমরা
যতই বল নষ্ট ছেলে (নষ্ট ছেলে)
আজ থাক না ওসবে আর কাজ নেই
গান গাই তো ওসব ভুলে (ওসব ভুলে)
যেন বাচতে হবে আমাদের
একসাথেই (rock and roll-এ)
এহে হে... অউ অউ উও

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar