Kishore Kumar Hits

Prithibi - Shikhondi şarkı sözleri

Sanatçı: Prithibi

albüm: Chapter, Vol. 2


এ কোন শরীরে বেঁচে থাকা তোমার
তুমি সেজেছ এ কোন সাজে
তুমি কাঁদো আজও, তবু একা একা
অশরীরি রাও ব্যাস্ত কাজে
তুমি পেয়েছ আজ এ কেমন শাস্তি
পরমনাস্তি সন্মহনে
তোমার রাত জাগা, এ চোখ দুটো
ক্ষ্যাপা খুঁজে ফেরে সঙ্গোপনে
বাঁজা শরীর তবু চেঁচায়
মৈথুন আজও চেতনায়
ঋতুপতি আজও দিখন্ডি
জন্মালে তুমি শিখণ্ডী
ও তুমি বেঁচে আছো কেনও
লিঙ্গহীন নপুংসকের ভিড়ে
ও তোমার আগ্রহতায়
কাঁটি নিশিরাত এ শরশয্যায়
যদি দাও সুযোগ তবে মুখ দেখি
শুভ দিয়ে নাও অসঙ্গতি
তুমি তালি দিয়ে নাচো, নাচাও বিধাত
মাতমেয়েও ঢাকো নিজের অতিত
তোমার প্রসব যন্ত্রণাও জুটলোনা কপালে
ঘুম পাড়ানি গানের আকালে
তোমার সঙ্গিনী প্রেতযোনি অকাল রাত্রি
নিভ্রিত সুখ নিজের সঙ্গে
মরে যাও তবু শান্ত নও তুমি
সন্তানে রাখো দুধে ভাতে
সন্তানও জানো দিখন্ডি হবে
বিধাতা তুমিও শিখণ্ডী তবে
ও ও তুমি বেঁচে আছো কেনও
লিঙ্গহীন নপুংসকের ভিড়ে
ও ও তোমার আগ্রহতায়
কাঁটি নিশিরাত এ শরশয্যায়
ও ও তুমি বেঁচে আছো কেনও
লিঙ্গহীন এ নপুংসকের ভিড়ে
ও ও তোমার আগ্রহতায়
কাঁটি নিশিরাত এ শরশয্যায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar