যেখানে মন শুধু ভেঙে যায় স্মৃতির আবেশ মেশে শুন্যতায় যেখানে পথ থমকে দাঁড়ায় পথ নয় শুধু পথের শেষ ছিল তোমার কথায় তোমার আশায় আজও পথ হাঁটি একা আজ, তবু একা আমি অসহায় তোমার আদরে ছিলাম বেশ আমি ভুলে যাব যত ভাবি, সে কথা ভোলার নয় কথা ছিল একসাথে পথ চলার তবু মৃত্যুকে ভালোবাসলে তুমি রেখে গেলে আমায় আজ একা জানি হাজার কাঁদলেও ফিরবে না তুমি কেন মন মানে না শুধু বাধ ভাঙতে চায় কেন শরীর বোঝে না অতৃপ্ত সুখের আশায় কেন মন মানে না শুধু বাধ ভাঙতে চায় কেন শরীর বোঝে না অতৃপ্ত সুখের আশায় ও আমার ও আমার ও আমার আমার তুমি ও আমার ও আমার ও আমার আমার তুমি ♪ শুন্য মন, শুন্য চাদরে লিখে যায় কবিতা এক কোণে ঘরপোড়া ডায়েরিটা শুনছে না গিটারের কথা তবু জানি চলে গেছ তুমি একলা পথ হেঁটে আকাশের তারার মাঝে খুঁজি থেকো তুমি সুখে দেখা হবে আবার বন্ধু যদি ফেরো এই পথে তবে কথা দাও থাকবে আমার, ঘর বাঁধবো একসাথে তাই জেগে রই সারা রাত অপেক্ষায় যদি ছুঁয়ে যাও আমার শরীরে মুখে মরণ, চুকে গেছে এই জীবন শেষ রাতে শুকনো ফুল আমার কবরে কেন মন মানে না শুধু বাধ ভাঙতে চায় কেন শরীর বোঝে না অতৃপ্ত সুখের আশায় কেন মন মানে না শুধু বাধ ভাঙতে চায় কেন শরীর বোঝে না অতৃপ্ত সুখের আশায় ও আমার ও আমার ও আমার আমার তুমি ও আমার ও আমার ও আমার আমার তুমি