জমছে ধুলো, ইচ্ছেগুলো নিয়ম মতোই জমতে থাক এই তো সবে বিক্রি হবে আমার কথা চুলোয় যাক দারুণ শীতে, sugar free-তে জমাট বাঁধে স্বপ্ন রোজ প্রতি রাতে শূন্য হাতে চলছে, চলবে তোমার খোঁজ এই তো আমার ছদ্মবেশ খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ ক্ষিদে তবু বাড়ছে বেশ আমার রাজ্য, আমার দেশ দেশ, আমার দেশ আমার দেশ, আমার দেশ আমার দেশ, আমার দেশ আমার দেশ ♪ আমার চিহ্ন আজ ছিন্নভিন্ন বাড়ছে মজুর, কমছে ক্ষেত আমার শোকে, অবাক চোখে শহীদ মিনারে জমায়েত আমার দেশে আমি যে-সে ধুলোয় মেশে আমার ঘর আমার আমি নরকগামী ভীষণ দামী, স্বার্থপর এই তো আমার ছদ্মবেশ খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ ক্ষিদে তবু বাড়ছে বেশ আমার রাজ্য, আমার দেশ দেশ, আমার দেশ আমার দেশ, আমার দেশ আমার দেশ, আমার দেশ আমার দেশ ♪ এই তো আমার ছদ্মবেশ খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ ক্ষিদে তবু বাড়ছে বেশ আমার রাজ্য, আমার দেশ দেশ, আমার দেশ আমার দেশ, আমার দেশ আমার দেশ, আমার দেশ আমার দেশ