Kishore Kumar Hits

Prithibi - Ajana Highway şarkı sözleri

Sanatçı: Prithibi

albüm: Janmantar


এলোমেলো কিছু শব্দের খোঁজে আজ
বেরিয়ে পড়েছি অজানা highway ধরে
ঠিকানা হারিয়ে জানা নেই পথ তবু
নিঃশ্বাস নিতে চাই আজ বুকভরে

এ শহরে আর বোঝে না কেউ আমাদের
আমাদের পথ আমাদেরই কথা বলে
সব ছেড়ে-ছুঁড়ে অজানা highway ছোটে
বেঁচে থাকা আজ শুধুই rock 'n roll-এ
না বলা যত কথা, যন্ত্রণা আর অভিমান
খুঁজে পাবে কোনো concert-এ
লিখে রাখা আমাদের গান
লিখে রাখা সেই জীবনের টানে তুমি হারিয়ো (হারিয়ো)
রোজ রাতে বোনা স্বপ্ন-সীমানা তুমি ছাড়িয়ো (ছাড়িয়ো)
খুঁজে পাওয়া এ জীবনের পথে তুমি দাঁড়িয়ো (দাঁড়িয়ো)
এই পথ যদি তোমারও হয় তবে হাত বাড়িয়ো

নিয়ম মতোই উল্টো-স্রোতে ভাসা
আমাদের গান, আমাদের ভালোবাসা
চাওয়া না পাওয়ার হিসেবের পথ চেয়ে
পিছু ডাকে ওই অজানা highway
না বলা যত কথা, যন্ত্রণা আর অভিমান (অভিমান)
খুঁজে পাবে কোনো concert-এ
লিখে রাখা আমাদের গান
লিখে রাখা সেই জীবনের টানে তুমি হারিয়ো (হারিয়ো)
রোজ রাতে বোনা স্বপ্ন-সীমানা তুমি ছাড়িয়ো (ছাড়িয়ো)
খুঁজে পাওয়া এ জীবনের পথে তুমি দাঁড়িয়ো (দাঁড়িয়ো)
এই পথ যদি তোমারও হয় তবে হাত বাড়িয়ো (বাড়িয়ো)
লিখে রাখা সেই জীবনের টানে তুমি হারিয়ো (হারিয়ো)
রোজ রাতে বোনা স্বপ্ন-সীমানা তুমি ছাড়িয়ো (ছাড়িয়ো)
খুঁজে পাওয়া এ জীবনের পথে তুমি দাঁড়িয়ো (দাঁড়িয়ো)
এই পথ যদি তোমারও হয় তবে হাত বাড়িয়ো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar