Kishore Kumar Hits

Cactus - Lash Kata Ghar şarkı sözleri

Sanatçı: Cactus

albüm: Rajar Raja


লাশ কাটা ঘরে ময়নাতদন্ত
আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র
লাশ কাটা ঘরে ময়নাতদন্ত
আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র
জানি সব করবে লোপাট
যা কিছু তথ্য প্রমাণ
তবুও রেহাই নেই তোমাদের
রেখে গেলাম আমার গান

"বিপ্লব আসবেই" কবে শুনেছি
মুঠো শক্ত করে দিন গুনেছি
"বিপ্লব আসবেই" সেই কবে শুনেছি
মুঠো শক্ত করে দিন গুনেছি
আমরা হেরে গেলাম
নাকি অস্ত্রে ছিলো না শান
জেনো বিপ্লব আসবেই
রেখে গেলাম আমার গান

আমরা হেরে গেলাম
নাকি অস্ত্রে ছিলো না শান
জেনো বিপ্লব আসবেই
রেখে গেলাম আমার গান

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar