ছেড়া ছেড়া রোদ্দুর
ডাকে চলে আয়
শিশিরে ভেজা ঘাস
যাবো খালি পায়
ছেড়া ছেড়া রোদ্দুর
ডাকে চলে আয়
শিশিরে ভেজা ঘাস
যাবো খালি পায়
দুহাতে কুয়াশা সরিয়ে
যাবো সীমানা পেরিয়ে
না যাওয়া যত পথ ভালো থেকো
গভীর এই ক্ষত ভালো থেকো
ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো
ব্যর্থ অভিমান ভালো থেকো
ঠিক ভুল ব্যবধান ভালো থেকো
নিয়মিত অভিধান ভালো থেকো
মেঘে ঢাকা পাহাড়
ঘুম ঘুম যাও বাতাস
অচেনা ফুলের ঘ্রাণ
হাওয়ার কতো কথা
মেঘে ঢাকা পাহাড়
ঘুম ঘুম যাও বাতাস
অচেনা ফুলের ঘ্রাণ
হাওয়ার কতো কথা
ঘরে ফেরার গান ভুলে গিয়ে
যাব সীমানা পেরিয়ে
না পাওয়া যত ছন্দের সমাধান
হিসেব-নিকেষ তার প্রতিদান
নিষ্প্রাণ অনুষ্টান ভাল থেকো
ক্ষনিকের আহবান ভাল থেকো
ঝরা পাতার আহবান ভাল থেকো
জীবনের কলতান ভাল থেকো
দুহাতে কুয়াশা সরিয়ে
যাবো সীমানা পেরিয়ে
না যাওয়া যত পথ ভালো থেকো
গভীর এই ক্ষত ভালো থেকো
ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো
ব্যর্থ অভিমান ভালো থেকো
ঠিক ভুল ব্যবধান ভালো থেকো
নিয়মিত অভিধান ভালো থেকো
না পাওয়া যত দ্বন্দের সমাধান
হিসেব-নিকেষ তার প্রতিদান
নিষ্প্রাণ অনুষ্টান ভাল থেকো
ক্ষনিকের আহবা
ঝরা পাতার পিছুটান
জীবনের কলতান
ভাল থেকো
ভাল থেকো
ভাল থেকো
ভাল থেকো...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri