গাঢ় প্রসাধনের উজ্জ্বলতায়
তবু দাঁড়িয়ে আঁধারে
ভিড়ের সাথে দৃষ্টি বিনিময়
তবু একা ওধারে
গাঢ় প্রসাধনের উজ্জ্বলতায়
তবু দাঁড়িয়ে আঁধারে
ভিড়ের সাথে দৃষ্টি বিনিময়
তবু একা ওধারে
নিয়ম আরও চুঁইয়ে পড়ার
বাজার পসরায়
তুমি বিকোবে কি?
না-কি ভালোবেসে পুড়ে যাবে, ডানা মেলে উড়ে যাবে
ভালোবেসে পুড়ে যাবে, ডানা মেলে উড়ে যাবে
তুমি রাতের পরি
♪
ঘিরে রাখে নাগরিক কোলাহল
তবু নির্জন সংগীত
ভালো রাখার প্রতিশ্রতি
তবু প্রেমহীনতার ইঙ্গিত
ঘিরে রাখে নাগরিক কোলাহল
তবু নির্জন সংগীত
ভালো রাখার প্রতিশ্রতি
তবু প্রেমহীনতার ইঙ্গিত
বিষবাতাস মেশে নিশ্বাসে
দূষণ বিশ্বাসে
তুমি হারাবে কি?
না-কি ভালোবেসে পুড়ে যাবে, ডানা মেলে উড়ে যাবে
ভালোবেসে পুড়ে যাবে, ডানা মেলে উড়ে যাবে
তুমি রাতের পরি
তুমি রাতের পরি
তুমি রাতের পরি
রাতের পরি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri