দিনে-রাতে চলে শুধু একঘেয়ে montage
ক্রমে ক্রমে স্নায়ু শিথিল
মুখোশে হারায় চেনা চেনা সেই মুখটা
স্বপ্ন হারায় chlorophyll
♪
দিনে-রাতে চলে শুধু একঘেয়ে montage
ক্রমে ক্রমে স্নায়ু শিথিল
মুখোশে হারায় চেনা চেনা সেই মুখটা
স্বপ্ন হারায় chlorophyll
তাই নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
♪
উদাসী পথের বাঁকে পড়ে আনমনে
অচেনা গানওয়ালার সুর
Long shot-এ কাশফুল, ছুটে যায় ধোঁয়া train
গায়ে মেখে নীল রোদ্দুর
উদাসী পথের বাঁকে পড়ে আনমনে
অচেনা গানওয়ালার সুর
♪
উদাসী পথের বাঁকে পড়ে আনমনে
অচেনা গানওয়ালার সুর
Long shot-এ কাশফুল, ছুটে যায় ধোঁয়া train
গায়ে মেখে নীল রোদ্দুর
তাই নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
নীল...
♪
নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri