আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
দেশাত্মবোধ মাইকে বাজে
ছেলেরা কেউ যায়নি কাজে
দাঁড়িয়ে যাও, সব দাঁড়িয়ে যাও
OB van খোঁজে সব breaking বার্তা
নিরাপত্তার Z মাত্রা
এসে পড়বে শোভাযাত্রা
নাড়িয়ে যাও, হাত নাড়িয়ে যাও
♪
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
দেশাত্মবোধ মাইকে বাজে
ছেলেরা কেউ যায়নি কাজে
দাঁড়িয়ে যাও, সব দাঁড়িয়ে যাও
OB van খোঁজে সব breaking বার্তা
নিরাপত্তার Z মাত্রা
এসে পড়বে শোভাযাত্রা
নাড়িয়ে যাও
♪
বলবে কে উলঙ্গ শিশুর স্পর্ধায়
রাজা, তোর কাপড় কোথায়?
প্রতিটা মুখ অবুঝ জিজ্ঞাসায়
শুনে মিথ্যে স্তুতি আর প্রতিশ্রুতি চালাও
Blah, blah, blah
Blah, blah, blah
♪
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
Anarchy-'র উৎসব রাজ্যে
তোষামোদিদের সাহায্যে
রাজার জয়, জয় হে
ইশতেহারের মগজ ধোলাই
কথা না শুনলে পেশী ফোলাই
প্রতিবাদ মশালে দেশলাই
জ্বালবে কে, বল জ্বালবে কে?
♪
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
Anarchy-'র উৎসব রাজ্যে
তোষামোদিদের সাহায্যে
রাজার জয় হে
ইশতেহারের মগজ ধোলাই
কথা না শুনলে পেশী ফোলাই
প্রতিবাদ মশালে দেশলাই
জ্বালবে কে?
বলবে কে উলঙ্গ শিশুর স্পর্ধায়
রাজা, তোর কাপড় কোথায়?
প্রতিটা মুখ অবুঝ জিজ্ঞাসায়
শুনে মিথ্যে স্তুতি প্রতিশ্রুতি চালাও
Blah, blah, blah
Blah, blah, blah
রাজা, তোর কাপড় কোথায়?
প্রতিটা মুখ অবুঝ জিজ্ঞাসায়
শুনে মিথ্যে স্তুতি আর প্রতিশ্রুতি চালাও
♪
রাজা, তোর কাপড় কোথায়?
প্রতিটা মুখ অবুঝ জিজ্ঞাসায়
শুনে মিথ্যে স্তুতি আর প্রতিশ্রুতি চালাও
Blah, blah, blah
Blah, blah, blah
রাজা, তোর কাপড় কোথায়?
প্রতিটা মুখ অবুঝ জিজ্ঞাসায়
শুনে মিথ্যে স্তুতি আর প্রতিশ্রুতি চালাও
Blah, blah, blah
Blah, blah, blah
Blah, blah, blah
Blah, blah, blah
Blah, blah, blah
Blah, blah, blah, blah
Поcмотреть все песни артиста