Kishore Kumar Hits

Cactus - Chi Chi Chi şarkı sözleri

Sanatçı: Cactus

albüm: Chi Chi Chi


গণতন্ত্রের 'গণ'টা আমরা সকলে
গণতন্ত্রের 'গণ'টা আমরা সকলে

গণতন্ত্রের 'গণ'টা আমরা সকলে
জনগণ সাধারণ, জনগণ সাধারণ
জনগণ সাধারণ, জনগণ সাধারণ
গণতন্ত্রের, 'তন্ত্র'টা ওদের দখলে
গণতন্ত্রের, 'তন্ত্র'টা ওদের দখলে
ভোট জেতা নেতাগণ, ভোট জেতা নেতাগণ
ভোট জেতা নেতাগণ, ভোট জেতা নেতাগণ
মিথ্যে প্রতিশ্রুতি ভুলে যেতে দেরি নেই
যেমন আছি থাকবো, গলাজল দৈন্যে

ইশতেহারের দাবি, ঢোক গিলতে দেরি নেই
যেমন আছি থাকবো, বাহুবল আইনেই
শুধু কবির ভাষায় শব্দ থাকে জাগরণ
শুধু কবির ভাষায় শব্দ থাকে জাগরণ
ছি-ছি-ছি! কেন যে সব মেনে নিচ্ছি
ছি-ছি-ছি! এখনো সব মেনে নিচ্ছি
ছি-ছি-ছি! কেন যে সব মেনে নিচ্ছি
ছি-ছি-ছি! এখনো সব...

শীততাপ নিয়ন্ত্রিত ঘরে তৈরি নীল-রঙ নকশায়
যারা কাজ করে মাঠে-প্রান্তরে, কেউ যেন না ফসকায়
চলবে মগজ ধোলাই, মানুষ মানুষে বিভাজন
দলবাজির মতভেদে, পর হবে প্রিয়জন
শুধু কবির ভাষায় শব্দ থাকে জাগরণ
শুধু কবির ভাষায় শব্দ থাকে জাগরণ
ছি-ছি-ছি! মিথ্যেকেও ঠিক বলছি
ছি-ছি-ছি! ভুল মিছিলে চলছি
ছি-ছি-ছি! কেন যে সব মেনে নিচ্ছি
ছি-ছি-ছি! এখনো সব মেনে নিচ্ছি
ছি-ছি-ছি! কেন যে সব মেনে নিচ্ছি
ছি-ছি-ছি! এখনো সব...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar