Lakkhichhara - Boba Festun şarkı sözleri
Sanatçı:
Lakkhichhara
albüm: Eka
একা চলে যায় এক ব্যাপ্তিহীন পথ
মালবাহী ট্রাক প্রমাদ গুনছে অবিরত...
লাল মাটি, মুছে যাওয়া প্রেমিকের শপথ
ধুলোয় উড়ছে লেলিহান নেশা কত...
সোজা পথ ধরে সুদূর যাত্রী তাই
হেটে যাবে বহুকাল ঘুমের হদিশ...
পাবেনাকো তুমি মিথ্যে লালবেলার
মেঠো ঘাসে হাওয়া ধমনীর কুরনিশ...
বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
টিনের চালেতে হিম হয় জমা ফ্যাকাসে...
বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
রক্তের লাল রঙ বিকেলের আকাশের...
আকাশ বন্দি বোমারু বিমান ঝড়
রেডিও তে আজ সাতসুর নিশ্চুপ...
চাকায় লেগেছে নিঝুম দশের ভোর
তোমার চোখেও আজ অঙ্গিকারে রুপ...
চিরতায় ডোবে বেদানার লাল ফল
মুছে গেছে যত স্তুপাকার স্মৃতি সব...
ফড়িং -এর ডানা শকুনের কালোরঙ
গোলাপের ক্ষত হৃদয়ের কলরব...
বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
টিনের চালেতে হিম হয় জমা ফ্যাকাসে...
বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
রক্তের লাল রঙ বিকেলের আকাশের...
ভাঙা পাচিলের ধার ঘেঁষে অতিকায়
গুল্মলতার হাহাকার সমারূঢ়...
পিয়াসি আলোর ঝিলমিল থেমে যায়
আগন্তুকের ভিক্ষে যে খুঁদ, কুড়ো...
লাঙল টানা সন্ধ্যের কালো ষাঁড়
তবুও মাটির প্রজাপতি তুমি ভালো...
বাঁধন ছাড়া বাউলের বিলাপ
বুলেট আঁকছে নিষ্পাপ খাজুরাহো...
বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
টিনের চালেতে হিম হয় জমা ফ্যাকাসে...
বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
পরে থাকে জল ছবি জীবনের কোলাজে...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri