Kishore Kumar Hits

Lakkhichhara - Sudhu Chai Tomaye şarkı sözleri

Sanatçı: Lakkhichhara

albüm: Kemon Achho Sahar


যতটা চাই, না চেয়ে পাই
আরও আরও বেশি করে চাই
জানি না রে ভাগ্য
সেই পাপে যে হবে যজ্ঞ
যতটা চাই, না চেয়ে পাই
আরও আরও বেশি করে চাই
জানি না রে ভাগ্য
সেই পাপে যে হবে যজ্ঞ
চেষ্টা করলে এই জীবনে কী না হয়
বসে থাকলেই সব নয়-ছয়
চেষ্টা করলে এই জীবনে কী না হয়
বসে থাকলে...
চেয়ে নেবার অনুমতি
দিচ্ছে না কেউ এখন
চাইছি যে মনেপ্রাণে
শুধুই তোমাকে সারাক্ষণ
শুধু চাই তোমায়

কতটা চাই, জানি না
আধিপত্যের পরোয়ানা
ক্ষমতার এই পতাকায়
নাম লেখা থাক নির্দ্বিধায়
কতটা চাই, জানি না
আধিপত্যের পরোয়ানা
ক্ষমতার এই পতাকায়
নাম লেখা থাক নির্দ্বিধায়
চোখ-কান খোলা রাখলে বন্ধু সময়
বিশ্বাসের অপর নাম জয়
চোখ-কান খোলা রাখলে বন্ধু সময়
বিশ্বাসের অপর নাম জয়
হেরে যাবার নেই উপায়
একটাই, একটাই জীবন
কেড়ে নিতে হবে তোমায়
যেকোনো মূল্যেই এখন
শুধু চাই তোমায়

হেরে যাবার নেই উপায়
একটাই, একটাই জীবন
কেড়ে নিতে হবে তোমায়
যেকোনো মূল্যেই এখন
হেরে যাবার নেই উপায়
একটাই, একটাই জীবন
কেড়ে নিতে হবে তোমায়
যেকোনো মূল্যেই এখন
হেরে যাবার নেই উপায়
শুধু চাই তোমায়
কেড়ে নিতে হবে তোমায়
শুধু চাই তোমায়
হেরে যাবার নেই উপায়
শুধু চাই তোমায়
কেড়ে নিতে হবে তোমায়
শুধু চাই তোমায়
শুধু চাই তোমায়
শুধু চাই তোমায়
শুধু চাই তোমায়
শুধু চাই তোমায়
শুধু চাই তোমায়
শুধু চাই তোমায়
শুধু চাই তোমায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar