Kishore Kumar Hits

Hemant Kumar - Jakhan Bhanglo Milanmela şarkı sözleri

Sanatçı: Hemant Kumar

albüm: Shotoborshe Shatogaan Vol. 7


যখন ভাঙল, ভাঙল মিলন-মেলা, ভাঙল
যখন ভাঙল, ভাঙল মিলন-মেলা, ভাঙল
ভেবেছিলেম ভুলব না আর চক্ষের জল ফেলা
ভাঙল, ভাঙল মিলন-মেলা, ভাঙল
দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়
দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়
জানি নে তো কখন এল বিস্মরণের বেলা
ভাঙল, ভাঙল মিলন-মেলা, ভাঙল
দিনে দিনে কঠিন হল কখন বুকের তল
ভেবেছিলেম ভুলব না আর
ভুলব না আর আমার চোখের জল
দিনে দিনে কঠিন হল কখন বুকের তল
ভেবেছিলেম ভুলব না আর
ভুলব না আর আমার চোখের জল
হঠাৎ দেখা পথের মাঝে, কান্না তখন থামে না যে
হঠাৎ দেখা পথের মাঝে, কান্না তখন থামে না যে
ভোলার তলে তলে ছিল অশ্রুজলের মেলা
ভাঙল, ভাঙল মিলন-মেলা, ভাঙল
যখন ভাঙল, ভাঙল মিলন-মেলা, ভাঙল

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar