Kishore Kumar Hits

Srikanta Acharya - Meghe Dhaka Sokalbela - Duet Vocals şarkı sözleri

Sanatçı: Srikanta Acharya

albüm: Kach Kata Hire


উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
ক্ষ্যাপা মেয়ের কান্ড দেখে, হে
ক্ষ্যাপা মেয়ের কান্ড দেখে
বলি আয় মা রাখি বুকে ধরে, আয় মা রাখি বুকে ধরে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
মহামায়ার একি মায়া, কালী হলো শিবজায়া
মহামায়ার একি মায়া
মহামায়ার একি মায়া, কালী হলো শিবজায়া
সতী হলো কি বেহায়া
সতী হলো কি বেহায়া, ভোলানাথের বুকে চড়ে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
মায়ের রঙ্গ ভালো, অঙ্গ কালো, বেড়ায় কালী বেশে
আঁধার নিশি থমকে আছে, কালো এলোকেশে
মায়ের কালো এলোকেশে
মায়ের রঙ্গ ভালো, অঙ্গ কালো, বেড়ায় কালী বেশে
আঁধার নিশি থমকে আছে, কালো এলোকেশে
মায়ের কালো এলোকেশে
শুধু আলতা পরা পা দু'খানি হয়নি কালো অবাক মানি
আলতা পরা পা দু'খানি
শুধু আলতা পরা পা দু'খানি হয়নি কালো অবাক মানি
তাই দেখে ঐ রক্তজবা
তাই দেখে রক্তজবা রাঙা পায়ে পড়ে ঝরে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
ক্ষ্যাপা মেয়ের কান্ড দেখে
ক্ষ্যাপা মেয়ের কান্ড দেখে
বলি আয় মা রাখি বুকে ধরে, আয় মা রাখি বুকে ধরে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে
উমা আমার শ্যামা হয়ে ঘর ছেড়ে শ্মশানে ঘোরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar