সে আমার গোপন কথা শুনে যা, ও সখী ভেবে না পাই বলব কী সে আমার গোপন কথা শুনে যা, ও সখী ♪ প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি শুনে যা, ও সখী সে আমার গোপন কথা শুনে যা, ও সখী ♪ সে যেন আসবে, আমার মন বলেছে হাসির 'পরে তাই তো চোখের জল গলেছে আমার মন বলেছে সে যেন আসবে, আমার মন বলেছে হাসির 'পরে তাই তো চোখের জল গলেছে আমার মন বলেছে দেখ লো তাই দেয় ইশারা তারায় তারা দেখ লো তাই দেয় ইশারা তারায় তারা চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি শুনে যা, ও সখী সে আমার গোপন কথা শুনে যা, ও সখী ভেবে না পাই বলব কী সে আমার গোপন কথা শুনে যা, ও সখী