Kishore Kumar Hits

Asif - Karagar şarkı sözleri

Sanatçı: Asif

albüm: Tumio Kadbe Ekdin


আমার বুকের ঘরটা এখন
কষ্ট নামের কারাগার
স্মৃতি নামের দেয়াল ঘেরা
বেদনারই সংসার
তুমি কথা দিয়ে রাখনি তাই
আমি জ্বলে জ্বলে হয়েছি ছাই
হৃদয় ঘরে বসত করে
আজ শুধু হাহাকার
আজ শুধু হাহাকার
আমার বুকের ঘরটা এখন
কষ্ট নামের কারাগার
স্মৃতি নামের দেয়াল ঘেরা
বেদনারই সংসার

ভালোবাসার নকশী কাঁথা
বুনেছিলাম খুব যতনে
সবইতো আজ স্মৃতি শুধু
ছলনারই কারণে
ভালোবাসার নকশী কাঁথা
বুনেছিলাম খুব যতনে
সবইতো আজ স্মৃতি শুধু
ছলনারই কারণে
তুমিতো জানতে এই অন্তরে
তুমি ছাড়া আর কেউ নাই
তবু কার আদরে কিসের লোভে
নিঠুর হলে এতটাই
তুমি কথা দিয়ে রাখনি তাই
আমি জ্বলে জ্বলে হয়েছি ছাই
হৃদয় ঘরে বসত করে
আজ শুধু হাহাকার
আজ শুধু হাহাকার

রঙিন স্বপ্ন বুনো তুমি
অন্য কারো বুকে গোপনে
একা রাতে জেগে থাকি
জল নিয়ে চোখের কোণে
রঙিন স্বপ্ন বুনো তুমি
অন্য কারো বুকে গোপনে
একা রাতে জেগে থাকি
জল নিয়ে চোখের কোণে
তুমি যদি সুখে থাকো
আমার কোনো ক্ষতি নাই
আমি স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে
জীবন জুয়া খেলে যাই
তুমি কথা দিয়ে রাখনি তাই
আমি জ্বলে জ্বলে হয়েছি ছাই
হৃদয় ঘরে বসত করে
আজ শুধু হাহাকার
আজ শুধু হাহাকার
আমার বুকের ঘরটা এখন
কষ্ট নামের কারাগার
স্মৃতি নামের দেয়াল ঘেরা
বেদনারই সংসার
তুমি কথা দিয়ে রাখনি তাই
আমি জ্বলে জ্বলে হয়েছি ছাই
হৃদয় ঘরে বসত করে
আজ শুধু হাহাকার
আজ শুধু হাহাকার
আমার বুকের ঘরটা এখন
কষ্ট নামের কারাগার
স্মৃতি নামের দেয়াল ঘেরা
বেদনারই সংসার

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar