Kishore Kumar Hits

Asif - Moner Durotto şarkı sözleri

Sanatçı: Asif

albüm: Oporadhi


মনের দূরত্ব বাড়িয়ে দিয়ে
প্রেমেরই অধিকার ফিরিয়ে নিয়ে
মনের দূরত্ব বাড়িয়ে দিয়ে
প্রেমেরই অধিকার ফিরিয়ে নিয়ে
দু'চোখের জলে ভাসিয়ে
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
মনের দূরত্ব বাড়িয়ে দিয়ে
প্রেমেরই অধিকার ফিরিয়ে নিয়ে
দু'চোখের জলে ভাসিয়ে
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি

চলেই যাবে যদি কেন কাছে এসে ছিলে
সবই জেনেশুনে তুমি ভালোবেসে ছিলে
চলেই যাবে যদি কেন কাছে এসে ছিলে
সবই জেনেশুনে তুমি ভালোবেসে ছিলে
সুখেরই আশাতে শুধু মনে রাখো নি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
অথৈ ব্যথা বুকে
শুধু তুমি জ্বেলে দিলে
ভালোই আছো জানি
তুমি আজও আমায় ভুলে
অথৈ ব্যথা বুকে
শুধু তুমি জ্বেলে দিলে
ভালোই আছো জানি
তুমি আজও আমায় ভুলে
করেছি অনুনয় শুধু কাছে ডাকো নি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
মনের দুরত্ব বাড়িয়ে দিয়ে
প্রেমেরই অধিকার ফিরিয়ে নিয়ে
মনের দুরত্ব বাড়িয়ে দিয়ে
প্রেমেরই অধিকার ফিরিয়ে নিয়ে
দু'চোখের জলে ভাসিয়ে
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
মনের দুরত্ব বাড়িয়ে দিয়ে
প্রেমেরই অধিকার ফিরিয়ে নিয়ে
দু'চোখের জলে ভাসিয়ে
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি
তুমি পালিয়ে গেলে কেন বলে যাওনি
মিছে কাঁদিয়ে গেলে কেন ফিরে চাওনি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar