Kishore Kumar Hits

Asif - Theme Geche Kolahol şarkı sözleri

Sanatçı: Asif

albüm: Oporadhi


থেমে গেছে কোলাহল, চারিদিকে নিরবতা
জেগে আছি আমি একা, বুকে নিয়ে শত ব্যথা
ঘুমিয়ে আছো তুমি হয়তো সুখে
হাজারো স্বপ্ন নিয়ে ও দু'টি চোখে
ভাবিনি কোনদিনও এভাবে সব কিছু বদলে যাবে
সুখেরই ঠিকানা ভুলেরই ঝড়ে শুধু হারাবে
ঘুমিয়ে আছো তুমি হয়তো সুখে
হাজারো স্বপ্ন নিয়ে ও দু'টি চোখে
ভেবেছি চিরদিনই দু'জনে সুখে-দুঃখে রবো সাথে
হয়েছো অচেনা, পারিনি এত ডেকে ফেরাতে
ঘুমিয়ে আছো তুমি হয়তো সুখে
হাজারো স্বপ্ন নিয়ে ও দু'টি চোখে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar