Kishore Kumar Hits

Asif - Hayre Dukkho şarkı sözleri

Sanatçı: Asif

albüm: Bachbo Na


মাটির মত দু: খ্যটাকে যদি ওজন করা যেত
পৃথিবীর চেয়ে দু: খ্য আমার বেশি ওজন হত
হায়রে দু: খ্য কষ্ট
দু: খ্য আমার কত
ভালবাসা যদি মেঘের মত
কালো রঙ হত
আমার এত বেশি ভালবাসার
চন্দ্র সূর্য কবেই ডুবে যেত
হায়রে দু: খ্য কষ্ট
দু: খ্য আমার কত
আবেগ যদি মোমের মত
গলে গলে যেত
আমার আবেগ ঝড়ে ঝড়ে
এপার ওপার জ্বলেই ভেষে যেত
হায়রে দু: খ্য কষ্ট
দু: খ্য আমার কত

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar