Kishore Kumar Hits

Asif - Tumi Parle Ki Kore Nondini şarkı sözleri

Sanatçı: Asif

albüm: Sudhu Tomari Karone


হৃদয় পৃষ্ঠা জুড়ে কত অভিমান
হাহাকার হয়ে আজ থাকে
কিছু সুখের খোঁজে যে চলে গেল
পারিনা ভুলতে তাকে
তুমি পারলে কি করে নন্দিনি
পারলে আমায় ছেড়ে থাকতে
তুমি অন্য কারো সঙ্গিনি
পারেনা হৃদয় তা ভাবতে
মনের কাছে শুধু প্রশ্নের ঢেউ
আছড়ে পড়ে জানলনা কেউ
ক্ষমার অযোগ্য কি অপরাধ
আমার ছিল কখনো বলনি
বিশ্বাস বলে এক শব্দ আছে
পৃথিবীতে প্রেম থাকে তারই কাছে
বিশ্বাস বলে এক শব্দ আছে
হেরেছি আমি আজ তারই কাছে
সেই বিশ্বাস ভেঙে হয় চুর্ণ
যখন হলে অন্যের ঘড়নি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar