নীল আকাশ, তোমার চোখে জল কী দুখে, বলো না ও বুকে ব্যথার কালো মেঘ আর জমিয়ে রেখো না আমিও বড় দুখিজন তবুও দেখো, কাঁদি না জেনেছি কেঁদে কিছুতে বেদনার ইতি হবে না নীল আকাশ, তোমার চোখে জল কী দুখে, বলো না ♪ আমার যেমন মনের মানুষ মন ভেঙ্গেছে ছলনায় তোমায় কি গো তেমন কোনো দুখের স্মৃতি ডেকে যায়? আমার যেমন মনের মানুষ মন ভেঙ্গেছে ছলনায় তোমায় কি গো তেমন কোনো দুখের স্মৃতি ডেকে যায়? তুমি আমায় দেখে বুঝতে পারো কি আমি লুকাই বুকে কত যন্ত্রণা? নীল আকাশ, তোমার চোখে জল কী দুখে, বলো না ♪ ছিল কত সুখের ফাগুন এই হৃদয়ের আঙ্গিনায় চোখে ছিল স্বপ্ন রঙিন হোক তা মাকুল জোছনায় ছিল কত সুখের ফাগুন এই হৃদয়ের আঙ্গিনায় চোখে ছিল স্বপ্ন রঙিন হোক তা মাকুল জোছনায় আমি সোনার হরিণ ধরতে পারিনি তবু খুঁজি আজও তারই ঠিকানা নীল আকাশ, তোমার চোখে জল কী দুখে, বলো না ও বুকে ব্যথার কালো মেঘ আর জমিয়ে রেখো না আমিও বড় দুখিজন তবুও দেখো কাঁদি না জেনেছি কেঁদে কিছুতে বেদনার ইতি হবে না নীল আকাশ, তোমার চোখে জল কী দুখে, বলো না