ভালোবেসে ভাবি কে অপরাধী তুমি, আমি না কি নিয়তি কাউকে দোষী করে মিলবে কি সান্ত্বনা? প্রণয়ের তুমি টেনেছো ইতি ও, ভালোবেসে ভাবি কে অপরাধী তুমি, আমি না কি নিয়তি কাউকে দোষী করে মিলবে কি সান্ত্বনা? প্রণয়ের তুমি টেনেছো ইতি ♪ যে বাঁধনে পড়েছিল বাঁধা দু'টি মন সেই প্রেম মিছে হলো আজ, কীসেরই কারণ কিছুটা অবিশ্বাসে না কি দীর্ঘশ্বাসে ভালোবাসার এ পরিণতি কাউকে দোষী করে মিলবে কি সান্ত্বনা? প্রণয়ের তুমি টেনেছো ইতি ♪ এ জীবনে ছিলে তুমি কত যে আপন ছিন্ন হলো তবু কেন মায়ারই বাঁধন ছিলে যে হৃদয়জুড়ে, গেলে নিঃস্ব করে সাথী হলো আজ শুধু স্মৃতি কাউকে দোষী করে মিলবে কি সান্ত্বনা? প্রণয়ের তুমি টেনেছো ইতি ভালোবেসে ভাবি কে অপরাধী তুমি, আমি না কি নিয়তি কাউকে দোষী করে মিলবে কি সান্ত্বনা? প্রণয়ের তুমি টেনেছো ইতি ও, ভালোবেসে ভাবি কে অপরাধী তুমি, আমি না কি নিয়তি কাউকে দোষী করে মিলবে কি সান্ত্বনা? প্রণয়ের তুমি টেনেছো ইতি