আজ ছিল সেই মধু জোছনা তুমি কেন এলে না? আকাশে ছিল হাজার তারা বাতাসে ছিল সুরভি ফুলের আঁচলে জড়ালে না তুমি কেন এলে না? আজ ছিল সেই মধু জোছনা দোহাই কিছু বোলো না অনেক বাধা ছিল ঘরে ইচ্ছে ছিল আসব চলে তবুও আসা হলো না দোহাই কিছু বোলো না দোহাই কিছু বোলো না ♪ কৃষ্ণচূড়ার বন উঠেছিল দুলে ভেসেছিল নদী জোয়ার জলে জেগেছিল পাখিরা তোমাকে শোনাবে বলে গান ও, তোমাকে শোনাবে বলে গান ও, অনেক বাধা ছিল ঘরে ইচ্ছে ছিল আসব চলে তবুও আসা হলো না দোহাই কিছু বোলো না দোহাই কিছু বোলো না ♪ ক্লান্ত জোনাকি, সেও ছিল জেগে বইছিল বাতাস মাতাল বেগে ঝরেছিল শিশির তোমাকে ভেজাবে বলে তাই ও, তোমাকে ভেজাবে বলে তাই ও, অনেক বাধা ছিল ঘরে ইচ্ছে ছিল আসব চলে তবুও আসা হলো না দোহাই কিছু বোলো না দোহাই কিছু বোলো না ও, আজ ছিল সেই মধু জোছনা তুমি কেন এলে না? আকাশে ছিল হাজার তারা বাতাসে ছিল সুরভি ফুলের আঁচলে জড়ালে না তুমি কেন এলে না? আজ ছিল সেই মধু জোছনা দোহাই কিছু বোলো না অনেক বাধা ছিল ঘরে ইচ্ছে ছিল আসব চলে তবুও আসা হলো না দোহাই কিছু বোলো না দোহাই কিছু বোলো না