মেঘ ভাঙা রোদ উঁকি দিয়ে যায় তোমার আমার স্বপ্নের সীমানায় খেয়ালি মনের হেঁয়ালি ফেলে এসো না হারাই দুজনায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় মেঘ ভাঙা রোদ উঁকি দিয়ে যায় তোমার আমার স্বপ্নের সীমানায় খেয়ালি মনের হেঁয়ালি ফেলে এসো না হারাই দুজনায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় ♪ মধ্যরাতের আকাশ নামে তোমার জানালায় পূর্ণিমাতে অপূর্ণ চাঁদ জোছনা ছড়ায় মধ্যরাতের আকাশ নামে তোমার জানালায় পূর্ণিমাতে অপূর্ণ চাঁদ জোছনা ছড়ায় মন যেন আজ এলোমেলো তোমার ভাবনায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় ♪ গল্পকথার প্রহরগুলো সুদূরে হারায় অন্য সময় অরণ্য প্রেম ডাকে দুজনায় গল্পকথার প্রহরগুলো সুদূরে হারায় অন্য সময় অরণ্য প্রেম ডাকে দুজনায় ঘাসফড়িঙের লুটোপুটি মনের গালিচায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় মেঘ ভাঙা রোদ উঁকি দিয়ে যায় তোমার আমার স্বপ্নের সীমানায় খেয়ালি মনের হেঁয়ালি ফেলে এসো না হারাই দুজনায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় মেঘ ভাঙা রোদ উঁকি দিয়ে যায় তোমার আমার স্বপ্নের সীমানায় খেয়ালি মনের হেঁয়ালি ফেলে এসো না হারাই দুজনায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায় ভালোবাসি বলতে নেই, ভালোবাসা হয়ে যায়