Asif - Oi Nil Akashta şarkı sözleri
Sanatçı:
Asif
albüm: Firbona Aj Bari
ঐ নীল আকাশটা নীল হয়েছে
ও নীল-নয়না, তোমায় দেখে দেখে
কৃষ্ণচূড়া লাল হয়েছে
ও লজ্জাবতী, তোমার হাসি মেখে
দখিনা হাওয়া দুষ্টু ভীষণ
দুষ্টুমিটা শিখল কোত্থেকে?
দুষ্টু ছেলে তাকিয়ো না
অমন করে উদাস বন্য চোখে
শোনো মেয়ে, ভালোবাসি তোমায়
যত ভালোবাসি না নিজেকে
শোনো ছেলে, ভালোবাসি তোমায়
যত ভালোবাসি না নিজেকে
♪
তোমার মনের চিলেকোঠায়
আমার মনের আসা-যাওয়া
মনে মনে মিলন হলো বলে
আমার স্বপ্ন-খেলাঘরে
আধো আলো আধো ছায়ায়
মিটি মিটি সুখের প্রদীপ জ্বলে
শোনো মেয়ে, ভালোবাসি তোমায়
যত ভালোবাসি না নিজেকে
শোনো ছেলে, ভালোবাসি তোমায়
যত ভালোবাসি না নিজেকে
♪
তোমার হাতের নিবিড় ছোঁয়ায়
নীরবতায় মুগ্ধ হওয়া
নিবিড় করে তোমায় পাওয়ার আশা
আশায় প্রহর গুনে গুনে
আনমনে হারিয়ে যাওয়া
দৃষ্টি জুড়ে কবিতারই ভাষা
শোনো মেয়ে, ভালোবাসি তোমায়
যত ভালোবাসি না নিজেকে
শোনো ছেলে, ভালোবাসি তোমায়
যত ভালোবাসি না নিজেকে
ঐ নীল আকাশটা নীল হয়েছে
ও নীল-নয়না, তোমায় দেখে দেখে
কৃষ্ণচূড়া লাল হয়েছে
ও লজ্জাবতী, তোমার হাসি মেখে
দখিনা হাওয়া দুষ্টু ভীষণ
দুষ্টুমিটা শিখলো কোত্থেকে?
দুষ্টু ছেলে তাকিয়ো না
অমন করে উদাস বন্য চোখে
শোনো মেয়ে, ভালোবাসি তোমায়
যত ভালোবাসি না নিজেকে
শোনো ছেলে, ভালোবাসি তোমায়
যত ভালোবাসি না নিজেকে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri