জীবন মাঝি বৈঠা হাতে যায় সে কূলের পানে আসবে রে মরণ নিঠুর মরণ জীবন মাঝি বৈঠা হাতে যায় সে কূলের পানে আসবে রে মরণ নিঠুর মরণ ♪ সুখের খোঁজে ওরে ও মন পাল তুলিয়া দিলি রে নাও জনমি তোর কাটলো স্বপন ধীরে ধীরে বৈঠা চালাও সুখের খোঁজে ওরে ও মন পাল তুলিয়া দিলি রে নাও জনমি তোর কাটলো স্বপন ধীরে ধীরে বৈঠা চালাও পাইবি কি তোর স্রোতের নাগাল আসবে রে সমন জীবন মাঝি বৈঠা হাতে যায় সে কূলের পানে আসবে রে মরণ নিঠুর মরণ ♪ মাটির মাঝে আসবি ফিরে কাল অথবা এই তো সময় জেনেও সব নদীর তীরে খুঁজে ফিরিস কীসের আশায় মাটির মাঝে আসবি ফিরে কাল অথবা এই তো সময় জেনেও সব নদীর তীরে খুঁজে ফিরিস কীসের আশায় শ্রান্ত হবি ডাক এলে তুই বুঝবি রে তখন জীবন মাঝি বৈঠা হাতে যায় সে কূলের পানে আসবে রে মরণ নিঠুর মরণ জীবন মাঝি বৈঠা হাতে যায় সে কূলের পানে আসবে রে মরণ নিঠুর মরণ