Feedback - Majhi şarkı sözleri
Sanatçı:
Feedback
albüm: Ullash
মাঝি তুমি বৈঠা ধরো রে
চলো যাই দূরে, সুদূরে
মাঝি তুমি পাল উড়াইয়ো রে
চলো যাই দূরে, সুদূরে
♪
একদিন হে মাঝি
একদিন হে মাঝি
জলে নৌকা ভাসায় দিলি সুদূর দিগন্তে
নাও বুঝি তোর ফিরলো না রে, ভিড়লো না তীরে
ও মাঝি রে
পরনে তোর ছেঁড়া কাপড়
সাগর কি জানে
ঘরে তোর আহার নাই রে
মানুষ কি বোঝে
♪
মাঝি তুমি বৈঠা ধরো রে
চলো যাই দূরে, সুদূরে
মাঝি তুমি পাল উড়াইয়ো রে
চলো যাই দূরে, সুদূরে
♪
একদিন হে মাঝি
একদিন হে মাঝি
ভোরবেলা তোর ঘুম ভাঙ্গিল গাঙচিলের ডাকে
ওই ডাকে তোর মরণ আইবো
মানুষ কী জানে
ও মাঝি রে
জলে দেহ ভাসায় নিলো কঠিন সমুদ্রে
নাও বুঝি তোর ভাঙলো তীরে
সঙ্গে আইলো কে
♪
মাঝি তুমি বৈঠা ধরো রে
চলো যাই দূরে, সুদূরে
মাঝি তুমি পাল উড়াইয়ো রে
চলো যাই দূরে, সুদূরে
যাই দূরে, সুদূরে
চলো যাই দূরে, সুদূরে
চলো যাই দূরে, সুদূরে
যাই দূরে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri