Feedback - Mela şarkı sözleri
Sanatçı:
Feedback
albüm: Mela
লেগেছে বাঙালির ঘরে ঘরে
এ কি মাতন দোলা
লেগেছে সুরেরই তালে তালে
হৃদয় মাতন দোলা
বছর ঘুরে এলো আরেক প্রভাতী
ফিরে এলো সুরের মঞ্জরি
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
♪
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলায় যাই রে
বাসন্তী রঙ শাড়ি পরে ললনারা হেঁটে যায়
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলায় যাই রে
বখাটে ছেলের ভীড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলায় যাই রে
♪
লেগেছে রমনীর খোঁপাতে
বেলী ফুলের মালা
বিদেশি সুগন্ধি মেখে আজ
প্রেমের কথা বলা
রমনা বটমুলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এলো বলেই
♪
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলায় যাই রে
বাসন্তী রঙ শাড়ি পরে ললনারা হেঁটে যায়
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলায় যাই রে
বখাটে ছেলের ভীড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলায় যাই রে
♪
বছর ঘুরে এলো আরেক প্রভাতী
ফিরে এলো সুরের মঞ্জরি
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলায় যাই রে
বাসন্তী রঙ শাড়ি পরে ললনারা হেঁটে যায়
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলায় যাই রে
বখাটে ছেলের ভীড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে, মেলায় যাই রে
মেলায় যাই রে, মেলায় যাই রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri