পুত্রের হাতে ধর্ষিতা তুমি জননী বাংলাদেশ
মাগো তোমার ছেলেরা পরতে শিখেছে নিপুণ ছদ্দবেশ!
পুত্রের হাতে ধর্ষিতা তুমি জননী বাংলাদেশ
মাগো তোমার ছেলেরা পরতে শিখেছে নিপুণ ছদ্দবেশ!
মাগো কেমন তোমার ছেলে
ওরা ছেড়ে খুরে খায় নিজেরি মাকে একলা ঘরে পেলে!
মাগো কেমন তোমার ছেলে
ওরা ছেড়ে খুরে খায় নিজেরি মাকে একলা ঘরে পেলে!
লক্ষ লক্ষ সূর্যসেনকে তোমের গর্ভে চাই
মাগো লক্ষ লক্ষ সূর্যসেনকে তোমের গর্ভে চাই
আর বাদ বাকি সব হতচ্ছাড়ারা আমাদের সৎ ভাই...
মাগো আজকে রাখছি বোলে
তোর পাজি ছেলেদের পুড়িয়ে মারবে কোন ক্ষুদিরাম এলে!
মাগো আজকে রাখছি বোলে
তোর পাজি ছেলেদের পুড়িয়ে মারবে কোন ক্ষুদিরাম এলে!
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্যে অস্ত্র ধরি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
♪
চোরের ঘরে যে দালান উঠে না, ভাঙ্গে সে ভুলের ঘোর
চোর চোর... মা রে তোমার ছেলেরা চোর... আর বদনাম হয় তোর
মা'রে তোমার ছেলে চোর... আর বদনাম হয় তোর
ভাতের মত দুই বেলা খায়, ঘুষ খায় ঘুষখোর
মা'রে তোমার ছেলে ঘুষখোর
আর বদনাম হয় তোর
মা'রে তোমার ছেলে ঘুষখোর
আর বদনাম হয় তোর
সন্ধ্যের আগে বিকেল থাকতে ফিরে যেও তুমি বাড়ি
পথের মোড়েই
পথের মোড়েই দলবেধে আছে ছিনতাইকারি...
কেড়ে নিবে হাত ঘড়ি, সঙ্গের টাকাকড়ি
আছে সোনায় বাধানো চুড়ি, আছে পিস্তল, আছে ছুরি...
সোনার ছেলেরা পড়াশোনা করে লাশ হয়ে ঘরে ফেরে
দেশের জন্যে অকাল শয়ানে শহীদের মালা পড়ে
লাশ হয়ে ঘরে ফেরে, আর পিতার অশ্রু ঝরে
কত জননী লুটায়, কাঁদে... কত ছেলের লাশের পরে
বেড়াল, কুকুর এবং মানুষ চাপা দিয়ে যায় গাড়ি
পথের পাশেই, পথের পাশেই একি পরিবার থেতলানো সারি সারি...
রোজ মরে ভুরি ভুরি, হায়রে থেতলানো সারি সারি
তবু ছাড়িবে না ড্রাইবারি, যাবে কার আগে কার গাড়ি
শুধু প্রাণটা বাঁচাবে বলে
তোর গোবেচারা ছেলে বিদেশ পালায়, তোকেই একলা ফেলে
শুধু প্রাণটা বাঁচাবে বলে
তোর গোবেচারা ছেলে বিদেশ পালায়, তোকেই একলা ফেলে
আমরা ক'জন নবীন মাঝি, হাল ধরেছি, শক্ত করে রে...
তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে...
তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে...
♪
তোর ছেলে তোকে লুটেপুটে খায়, চুপিসারে, তলে তলে
তোর ছেলে তোকে লুটেপুটে খায়, চুপিসারে, তলে তলে
সেই শয়তানই...
সেই শয়তানই বক্তৃতা মারে, তোর পতকারই তলে...
তোর পতকারই তলে... বলে সুদিনের কথা বলে
তোর পতকারই তলে... বলে সুদিনের কথা বলে
রতনে রতনে চিনে, বাড়ে তাই শয়তান দলে বাড়ে
চুরি চামারির প্রতিযোগিতায় কে কারে ছাড়াতে পারে...
ভোগ করে মাগো তোরে, পেটে গরিবের লাথি মেরে
একে একে পালা করে, মা'রে ভোগ করে মা রে তোরে
আছে আরো কত গণ্ডা গণ্ডা রকমারি বাহাদুরি
নষ্টামিতে...
নষ্টামিতে পাবি না কোথাও তোর ছেলেদের জুরি
মা রে তোর ছেলেদের জুরি
নেই তোর ছেলেদের জুরি
কয়লা ধুইলে ময়লা যাবে না, হাজতে রাখলে পুরে
দু-দিন বাদেই, দু-দিন বাদেই প্যাচ কষে সে বেরেবে মাটি ফুরে
মা'রে হাজতে রাখলে পুরে বেরোবে সে মাটি ফুরে
মা'রে হাজতে রাখলে পুরে বেরোবে সে মাটি ফুরে
সবুজ ঘাসের জমিনে এখনো লাল সূর্যকে ধরে
উড়ে এখনো পতাকা উড়ে
উড়ে ভীষণ ক্লান্তি ভোরে
উড়ে এখনো পতাকা উড়ে
উড়ে ভীষণ ক্লান্তি ভোরে
মিছে স্বপ্নে দু-চোখে ভরে, তোর নিঃস্ব ছেলেরা এখনো রয়েছে মাটিটা কামড়ে পড়ে
মিছে স্বপ্নে দু-চোখে ভরে, তোর নিঃস্ব ছেলেরা এখনো রয়েছে মাটিটা কামড়ে পড়ে
ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিবো রাঙ্গা প্রভাত
আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল
উর্দ্ধ গগণে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri