Kishore Kumar Hits

Shayan - Ami'ee Bangladesh şarkı sözleri

Sanatçı: Shayan

albüm: Ami'ee Bangladesh


কী করেছে তোমার বাবা, কী করেছে স্বামী
গল্প সেসব তোমার চেয়ে কম জানি না আমি
তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা
ইচ্ছে করেই মুখ খুলি না, বলতে ওসব মানা
স্বামী-বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে
এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে
তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি
তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি
খুব বেশি দিন আমার চোখে যায় না দেয়া ধূলি
খুব বেশি দিন আমার চোখে যায় না দেয়া ধূলি
আমার মাথায়-
আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগণ, আমিই বাংলাদেশ
আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগণ, আমিই বাংলাদেশ

বৃক্ষের নাম দিয়ে কী? ফলেই পরিচয়
রাজারা মিছেই কেবল কথার খই ফোটায়
কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়
কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়
দেবতা-ফেরেশতা সব, ভুল কি তাদের হয়?
দেবতা-ফেরেশতা সব, ভুল কি তাদের হয়?
অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা
অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা
নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা
নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা
কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ
কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ
আসলে তো জানি সবই সিংহাসনের লোভ
আসলে তো জানি সবই সিংহাসনের লোভ
আমায় দেখে-
আমায় দেখে ভাবছ বুঝি বুদ্ধু-বোকা-সোজা
সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা
আমায় দেখে ভাবছ বুঝি বুদ্ধু-বোকা-সোজা
সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা
আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগণ, আমিই বাংলাদেশ

তোমার ওই মনটা বড়ো বড্ড বেশি ভুলো
তোমার ওই ইশতেহারে কী কী যেন ছিল
যদি দেখি হাতের আঙুল ভুলে তাদের কাজ
যদি দেখি হাতের আঙুল ভুলে তাদের কাজ
দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ
দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ
যদিও তোমার চোখের চশমাটা রঙিন
যদিও তোমার চোখের চশমাটা রঙিন
চোরেদের দশদিন আর গেরস্থের একদিন
নেতাদের দশদিন আর আমাদের একদিন
আমাকে রাখলে খুশি, মাথায় তুলে রাখি
আমাকে রাখলে খুশি, মাথায় তুলে রাখি
নরম নরম গদির 'পরে বসতে তোমায় ডাকি
নরম নরম গদির 'পরে বসতে তোমায় ডাকি
ধাপ্পাবাজি-
ধাপ্পাবাজি টের পেলে ঠিক পাল্টে দেবো মন
সোনা দিয়ে মুড়োলে লাভ হবে না তখন
আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগণ, আমিই বাংলাদেশ
আমিই বাংলাদেশ
আমিই বাংলাদেশ
আমিই বাংলাদেশ
আমিই বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar