বন্ধ ছিল হাওয়ার আনাগোনা গাইতো ঠিকই পাখি তোমার হয়নি সে গান, হয়নি সে গান শোনা বন্ধ আজও হাওয়ার আনাগোনা গাইতো ঠিকই পাখি তোমার হয়নি সে গান, হয় না সে গান শোনা শুরু হলো স্বপ্ন কাদের বোনা শুরু হলো দিন যে কাদের গোনা শুরু হলো স্বপ্ন কাদের বোনা শুরু হলো দিন যে কাদের গোনা জানলা দিয়ে চাঁদ ঢোকে না হেসে আকাশ এসে বসে ওই দৃষ্টি জুড়ে ভাবনাগুলো ঘেঁষে কারা গেল স্বপ্নজালে ফেঁসে স্বপ্ন পেয়ে উঠলো কারা হেসে শুরু হলো স্বপ্ন কাদের বোনা শুরু হলো দিন যে কাদের গোনা ♪ স্বপ্ন বুনতে বসেই গেছে কারা একটা সূর্য, একটু আকাশ ফুলের সুবাস, চাঁদের আভাস তোমার জন্যে আনতে যাবে তারা স্বপ্ন তাদের হৃদয় করে ধাওয়া তোমার যত অভাব হলো তাদের ব্যথা তাদেরই না পাওয়া স্বপ্ন যাদের এক জীবনের পুঁজি ঘুরেফিরে তাদের শুধু খুঁজি শুরু হবে আলোর খেলা বুঝি ঘুরেফিরে তাদের শুধু, তাদের শুধু খুঁজি তাদের হাতে আসবে ঘুরে দিন আজ যদি না মানো তবু মানবে কোনোদিন