Kishore Kumar Hits

Shayan - Obhibashi Sromiker Gaan şarkı sözleri

Sanatçı: Shayan

albüm: Amra Shobai Manush Hobo


তুমি কি কখনো জানতে চাইবে আমার কই নিবাস?
শুধু বুঝি যাবো ইমারত গড়ে, আমি কি তোমার দাস?
আমি কি শুধুই মুদ্রা, শুধু এইটুকু পরিচয়?
আমি কি শুধুই যন্ত্র, আর তার বেশি কিছু নয়?
তুমি কি কখনো জানতে চাইবে আমার মেয়ের নাম?
নাকি আমি শুধু লাভেরই জন্যে সস্তায় কেনা ঘাম?
আমাকে কি তুমি মানুষ ভেবেছো কোনোদিন কোনো কালে?
তাহলে আমার টান পড়ে কেন শুধু ভাতে, শুধু ডালে?
তোমার হৃদয় কাঁদে কি কখনো মানুষের অপমানে?
আমাকে কি তুমি দেখবে কখনো মানুষের সম্মানে?
বাড়াই তোমার লাভের মজুদ, বাড়াই তোমার পুঁজি
যদি বলি তবু আমিও মানুষ, মান সম্মান খুঁজি?
বলো তো আমরা কী রকম আছি, বলো তো আমরা কারা?
আর কোনো কিছু বুঝেছো কি তুমি লাভ-লোকসান ছাড়া?
হতে পারি কোনো সাধারণ লোক, দুই পয়সার চাষা
যদি বলি তবু অধিকার চাই, আর চাই ভালোবাসা
হয়তোবা আমি শ্রমিক, আমি হয়তোবা অভিবাসী
তবুও তো আমি মানুষ, আজ সে কথা বলতে আসি
আমিও মানুষ, হয়তো শ্রমিক, হয়তোবা অভিবাসী
মানুষের মতো মর্যাদা পেতে আমিও তো ভালোবাসি
হয়তোবা আমি শ্রমিক, আমি হয়তোবা অভিবাসী
তবুও তো আমি মানুষ, আজ সে কথা বলতে আসি
আমিও মানুষ, হয়তো শ্রমিক, হয়তোবা অভিবাসী
মানুষের মতো মর্যাদা পেতে আমিও তো ভালোবাসি
আমিও কিন্তু তোমারই মতন মানুষ দিনের শেষে
মনে রেখো আমি তোমারই মতন মানুষ দিনের শেষে
মানুষের মতো মর্যাদা দিয়ে কথা কি কইবে হেসে?
মানুষের মতো সম্মান দিয়ে কথা কি কইবে হেসে?

আমাকে কি তুমি মানুষ ভেবেছো, নাকি আমি শুধু শ্রম?
তোমারই বিলাসে করে যাবো শুধু পথঘাট মনোরম?
নিখুঁত স্বচ্ছ ছিমছাম ঠিক যেমন তোমার চাই
যা কিছু নোংরা-অচ্ছুত আমি দু'হাতে সরিয়ে যাই
তুমি তো ভাবছো লাই পেয়ে যাবো কথা যদি কও হেসে
চোখের আড়ালে বড় হয়ে গেল সন্তান দূরদেশে
চোখে চোখে রাখি তোমার শিশুকে, তুমি থাকো দূরে দূরে
নিজের ছেলের দেখি না তো মুখ বছর যে যায় ঘুরে
নিজের ছেলের দেখি না তো মুখ বছর যে যায় ঘুরে
হয়তোবা আমি শ্রমিক, আমি হয়তোবা অভিবাসী
তবুও তো আমি মানুষ, আজ সে কথা বলতে আসি
আমিও মানুষ, হয়তো শ্রমিক, হয়তোবা অভিবাসী
মানুষের মতো মর্যাদা পেতে আমিও তো ভালোবাসি
ইচ্ছে তো করে মাথা উঁচু করে মান-সম্মানে বাঁচি
ইচ্ছে তো করে মানুষে মানুষে আরো হোক কাছাকাছি
মুনাফার যত হিসেব, তার বাইরে বেরিয়ে এসে
মানুষের মতো মর্যাদা দিয়ে কথা কইবে কি হেসে?
ইচ্ছে তো করে মাথা উঁচু করে মান-সম্মানে বাঁচি
ইচ্ছে তো করে মানুষে মানুষে আরো হোক কাছাকাছি
মুনাফার যত হিসেব, তার বাইরে বেরিয়ে এসে
মানুষের মতো মর্যাদা দিয়ে কথা কইবে কি হেসে?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar