আমার যেটা ন্যায্য দাবি চাইতে সেটা ছাড়ছি না মানুষ, তোমায় সঙ্গে চাই একলা তো আর পারছি না মানুষ, তুমি এ সংগ্রামে সবার সাথে মেলাও হাত এবার ভাঙা সহজ হবে অসভ্যতার নেকড়ে-দাঁত এবার ভাঙা সহজ হবে অসভ্যতার নেকড়ে-দাঁত মানুষ, তোমায় সঙ্গে চাই একলা তো আর পারছি না ♪ শোনো, নারীকে যে আঘাত করে তার অপরূপ নম্রতায় আর যা কিছু হোক না কেন সেই প্রাণীটা মানুষ নয় মানুষ নয়, মানুষ নয় মানুষ নয়, মানুষ নয় শোনো, নারীকে যে আঘাত করে তার অপরূপ নম্রতায় আর যা কিছু হোক না কেন সেই প্রাণীটা মানুষ নয় পুরুষ তোমার বজ্রগলায় তাদের তুমি দেখাও ভয় আমার যত অপমানে যেন তোমার বুকেও জ্বলন হয় তোমায় ছাড়া এই লড়াইটাতে একলা আমি পারব না মানুষ, তোমায় ছাড়া এই লড়াইটাতে একলা আমি পারব না আমরা যদি একসাথে হই এ যুদ্ধটা আর হারব না আমরা যদি একসাথে হই এ যুদ্ধটা আর হারব না আমরা যদি একসাথে হই এ যুদ্ধটায় হারব না উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধ্যাচল উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধ্যাচল ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল