আমরা সবাই মানুষ হব মানুষ যেন হতে পারি মানুষ মানে তো নয় কেবল মানুষেরই পোশাকধারী মানুষ বলে, "মানুষ সমান" সমান তাকে হতেই হবে এসো তরুণ সবুজ নিয়ে সমান হয়ে দেখাই তবে আমরা সবাই মানুষ হব ♪ আমরা সবাই সমান মানুষ পুরুষ-নারী, ছেলে-মেয়ে সমান হওয়াই অনেক বড়ো কেবল বড়ো হওয়ার চেয়ে বড়ো-ছোটো অনেক হলো এবার এবার বিভেদ ভোলো চলো সবাই গলা মেলাও সমান হওয়ার দাবি তোলো আমরা সবাই সমান মানুষ সমতারই অলংকারে মাথা উঁচু করে বাঁচুক সবাই সমান অহংকারে ঘরের ভেতর সমান করো সমান করো জগতটারে সমান হবার সুযোগ তো দাও স্বমর্যাদায় অধিকারে আমরা সবাই সমান মানুষ ♪ আঘাত আসে যখন তখন সবাই সমান রুখে দাঁড়াও মানুষ যদি হয়েই থাকো তুমি তোমার দুহাত বাড়াও মানুষ কেবল ভালোই বাসে এটাই যে তার শেষ পরিচয় সেই প্রেমেরই ভরসায় বুক ভরে নাও আজ আশায় মানুষ তুমি মুছে দেবে মানুষেরই যা বেদনা আমায় বলো, তোমায় বলি আর অপমানে কেঁদো না আকাশ-মাটি গেয়ে ওঠো স্লোগান তোলো একই সুরে সমতারই মধুর সে গান বাজুক এ ধরণী জুড়ে মানুষ বলে, "মানুষ সমান" সমান তাকে হতেই হবে মানুষ যদি হয়েই থাকো সমান হয়ে দেখাও তবে আমরা সবাই মানুষ হব