ওঠ মন ওঠ না কথা শোন, শোন না ওঠ মন ওঠ না কথা শোন, শোন না আজ আকাশ আলো করে তারারা ডাকছে তোরে আজ আকাশ আলো করে তারারা ডাকছে তোরে তোর অভিমানের বন্ধ ঘরে নাড়ছে কড়া জোছনা ওঠ না রে মন ওঠ না ডাকছে তোকে জোছনা ওঠ মন ওঠ না কথা শোন, শোন না আমায় রাখিস কেন বেঁধে কী লাভ শুধু কেঁদে দুঃখগুলো আগলে কেন রাখিস সেধে সেধে দুঃখগুলো আগলে কেন রাখিস সেধে সেধে আমায় রাখিস কেন বেঁধে কী লাভ শুধু কেঁদে দুঃখগুলো আগলে কেন রাখিস সেধে সেধে আজ অনেকদিন পরে, আমার অন্ধকারে আজ অনেকদিন পরে, আমার অন্ধকারে দখিনা হাওয়া কপাল ছুঁয়ে আমায় আদর করে ওঠ না রে মন ওঠ না ডাকছে তোকে জোছনা ওঠ মন ওঠ না কথা শোন, শোন না তুই মরণ ঘুমের ঘোরে দু-চোখ আছিস বুঁজে অনেক আঁধার পেরিয়ে এলাম একটু আলোর খুঁজে অনেক আঁধার পেরিয়ে এলাম একটু আলোর খুঁজে তুই মরণ ঘুমের ঘোরে দু-চোখ আছিস বুঁজে অনেক আঁধার পেরিয়ে এলাম একটু আলোর খুঁজে আজ অনেক কান্না শেষে, আমি তো উঠেছি হেসে আজ অনেক কান্না শেষে, আমি তো উঠেছি হেসে চোখ মুছে তুই হাস না রে মন আবার ভালোবেসে ওঠ না রে মন ওঠ না ডাকছে তোকে জোছনা ওঠ মন ওঠ না কথা শোন, শোনা না আজ আকাশ আলো করে তারারা ডাকছে তোরে তোর অভিমানের বন্ধ ঘরে নাড়ছে কড়া জোছনা ওঠ না রে মন ওঠ না ডাকছে তোকে জোছনা ওঠ মন ওঠ না কথা শোন, শোনা না ওঠ মন ওঠ না কথা শোন, শোন না ওঠ মন ওঠ না কথা শোন