Kishore Kumar Hits

Shayan - Ekhanei Shukh Chilo Ekdin şarkı sözleri

Sanatçı: Shayan

albüm: Ekhanei Shukh Chilo Ekdin


ওই দেখো, ছড়ানো স্যান্ডেল
ওখানেই সুখ ছিলো একদিন
দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে
জড়িয়ে সুখ ছিলো একদিন
একটাই ভাঙা এ্যাশট্রে
ওটাতেও সুখ ছিল একদিন
সারা রাত কল থেকে পানির টিপ্ টিপ্ শব্দে
কি দারুণ সুখ ছিল একদিন
আজ চলছে না, ভালো লাগছে না
দু'জনার পাশাপাশি বনছে না
তবু শেষ বার তুমি ভেবে দ্যাখো
এখানেই সুখ ছিল একদিন
আজ চলছে না, ভালো লাগছে না
দু'জনার পাশাপাশি বনছে না
তবু শেষ বার তুমি ভেবে দেখো
এখানেই সুখ ছিল একদিন
এখানেই, এখানেই
এখানেই সুখ ছিলো একদিন

এই তো সেই নড়বড়ে
আমাদের সেই ছোট্ট খাট
এখানেই উত্তাল সঙ্গমে
কেটেছে কত কত রাত
এখানেই উত্তাল সঙ্গমে
কেটেছে কত কত রাত
ভাঁজ করা আছে নীল মশারি
শত ছিদ্রে সাজানো সে বাসর
মেঝেতে শুয়ে আছে একজন
বিছানায় অতৃপ্ত সে চাদর
মেঝেতে শুয়ে আছে একজন
বিছানায় অতৃপ্ত সে চাদর
আজ খেলা শেষ, আর জমছে না
দু'জনার পাশাপাশি বনছে না
তবু শেষ বার তুমি ভেবে দ্যাখো
এখানেই সুখ ছিল একদিন
আজ খেলা শেষ, আর জমছে না
দু'জনার পাশাপাশি বনছে না
আছে দু'জনার শুধু নীরবতা
তবু কল থেকে পানি পড়ছে টিপ্ টিপ্
এখানেই, এখানেই
এখানেই সুখ ছিলো একদিন
শার্টের ছেঁড়া বোতামে
কি ভীষণ সুখ ছিলো একদিন
দেয়ালের ফাটলের ওই নকশাতে
কি দারুণ সুখ ছিল একদিন
ওষুধের ওই বাক্সটা
অসুখেও কত সুখী ছিল একদিন
কুঁচকানো ওই মলিন পর্দাটা
সুখী ছন্দে দুলেছিলো একদিন
জানালার ভাঙা কাঁচটাতে
দরজার বেয়াড়া হুড়কোতে
বিকেলের কলিং-বেলে
কি দারুণ সুখ ছিল একদিন
এখানেই, এখানেই
এখানেই সুখ ছিল একদিন

চন্দন কাঠের বুকশেলফে
আজও আছে তোমার জীবনানন্দ
কাঁধে কাঁধ মিলিয়ে রবীন্দ্র
শুধু কেটে গেছে জীবনের ছন্দ
কাঁধে কাঁধ মিলিয়ে রবীন্দ্র
শুধু কেটে গেছে জীবনের ছন্দ
দেয়ালের ফ্রেমে আজও বন্দী
দু'জনার এক চোখে দেখা স্বপ্ন
ওরা হাসছে, তবু হাসছে
জানে না আসছে ভাঙনের লগ্ন
ওরা হাসছে, তবু হাসছে
জানে না আসছে ভাঙনের লগ্ন
আজ এই ঠোঁটে নেই সেই তৃপ্তি
তাই অবশেষে মুক্তির চুক্তি
তবু শেষবার তুমি ভেবে দেখো
এখানেই সুখ ছিল একদিন
আজ এই ঠোঁটে নেই সেই তৃপ্তি
তাই অবশেষে মুক্তির চুক্তি
তবু শেষবার তুমি ভেবে দেখো
এখানেই সুখ ছিল একদিন
এখানেই, এখানেই
এখানেই সুখ ছিল একদিন
এখানেই, এখানেই
এখানেই সুখ ছিল একদিন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar