আমার আছে রাজপ্রাসাদ তোমার আছে পথ চলতে গেলে দুই পা তোমার আমার সোনার রথ আমি থাকি রাজপ্রাসাদে তুমি থাকো পথে কে মেপেছে কার ঘুমটা গভীর বেশী রাতে? ♪ তোমার কেমন যেখানে রাত সেইখানে কাত আমি যদি পথে ঘুমাই যাবে যাবে জাত তুমি কেমন পথের ধারে পা ছড়িয়ে বসো ঘরের ভেতর আমায় দেখে মনে মনে হাসো ♪ আমার আছে অনেক কিছুই সোজা কথায় টাকা তোমার আছে উপর নীচে চারিপাশে ফাঁকা আমার আছে যা আছে তা হারিয়ে ফেলার ভয় আমার আছে যা আছে তা হারিয়ে ফেলার ভয় নিশিদিন থাকি কেবল তার'ই পাহারায় আমি নিশিদিন থাকি কেবল তার'ই পাহারায় ♪ আমার পরিচয় আসলে আমি দারোয়ান প্রাণপণে পাহারা দেই মান সম্মান তুমি চলো রাজার মতন... চলো ঝাড়া গায়ে তুমি চলো রাজার মতন... চলো ঝাড়া গায়ে পৃথিবীকে মাড়িয়ে যাও উলঙ্গ দু'পায়ে পৃথিবীকে মাড়িয়ে যাও উলঙ্গ দু'পায়ে আছে কিছু বিজ্ঞ লোক জ্ঞানী মানী গুণী তোমাকে ডাকলো গরীব আর আমকে ধনী আমি বলি আসলে সব শব্দের খেলা আমি বলি আসলে সব শব্দের খেলা তোমার আমার দু'জনারই... যায় কেটে বেলা ♪ তারা যেন ধরেই নিল তুমি বড়ো দুখী পণ করেছে করবে তোমায় আমার মতোন সুখী সুখী আমি সেসব দেখে হাসি মনে মনে সুখী আমি সেসব দেখে হাসি মনে মনে অভিধানে শব্দগুলোর বদল করো মানে বলি অভিধানে শব্দগুলোর বদল করো মানে তোমার আমার দু'জনারই... যায় কেটে বেলা তোমার আমার দু'জনারই... যায় কেটে বেলা তোমার আমার দু'জনারই... যায় কেটে বেলা তোমার আমার দু'জনারই... যায় কেটে বেলা তোমার আমার দু'জনারই... যায় কেটে বেলা